বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ইয়াসির আলী রাব্বির। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ের সময় পিঠের পেশির সমস্যায় মাঠ থেকে বের হন। পরে স্ক্যান করে দেখা যায় মেরুদন্ডের নিচের অংশ সমস্যা। তাই টেস্ট সিরিজে আর খেলা হচ্ছে না তার। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘ইয়াসির গত ১০ তারিখ থেকে পিঠের ব্যথা নিয়ে অভিযোগ করছিলেন। এমআরআই স্ক্যানে আমরা দেখেছি, লাম্বার স্পাইনে ডিস্কোজেনিক ব্যাক পেইনে ভুগছেন তিনি। সাধারণত এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় নেয়। আমরা আশা করছি, তিনি এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবেন। এই সময়ের মধ্যে টেস্ট ম্যাচ দুটিতে তাকে পাওয়া যাবে না।’ ক্যারিবীয় সফরের শুরুতেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট। ২৪ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট লুসিয়ায়। এরপরে তিনম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে দুদল।

সর্বশেষ খবর