বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

সেট পিসেই ভরাডুবি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

সেট পিসেই ভরাডুবি বাংলাদেশের

খালি হাতেই দেশে ফিরল বাংলাদেশ দল। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দল গ্রুপে তিন ম্যাচেই হেরেছে। সান্ত্বনা এতটুকুই দীর্ঘদিন পর আন্তর্জাতিক আসরে তারা গোলের দেখা পেয়েছে। চার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। প্রথম দুই ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছে। বিশেষ করে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। অনেক দিন পর ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশের সঙ্গে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করল। অথচ জেতা ম্যাচেও হেরে মাঠ ছাড়তে হয়েছে।

এমন পারফরম্যান্স ঘিরে আশার সঞ্চয় হয়। কিন্তু শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শোচনীয় হারে সেই সংকটাপন্ন দলের দেখা। এবারে ব্যর্থতার পেছনে সেট পিসকে দায়ী করা হয়েছে। ৮ গোলের ৫টিই হজম করে সেট পিস অর্থাৎ কর্নার বা ক্রস থেকে। সিট পিস যেন বাংলাদেশের এখন মরণ ফাঁদ। গোলরক্ষক ও ডিফেন্ডাররা এখানে বেসামাল হয়ে যাচ্ছেন। কোচ হাভিয়ের কাবরেরা সেট পিস ঠেকাতে একাধিকবার শিষ্যদের নিয়ে বৈঠক করেছেন। কি করণীয় তার কৌশলও ঠিক করেন। তারপরও কাজে লাগেনি। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, হাজার হাজার প্রবাসীরা আমাদের সমর্থন জুগিয়েছেন। আমরা তাদের হতাশ করেছি। কোনো পয়েন্ট উপহার দিতে পারিনি। আমাদের হারের মূল কারণ হচ্ছে সেট পিস। কেন আমরা পারিনি এটাই হতাশা। যাক সামনে এ নিয়ে কাজ করতে হবে। সেট পিস এখন ফুটবলে মরণ ফাঁদ। আমাদের জন্য তো আতঙ্কের।

সর্বশেষ খবর