বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

চলে গেলেন রানী হামিদের ছেলে ববি হামিদ

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন রানী হামিদের ছেলে ববি হামিদ

১৯৯২ সালে প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান হেরে যায় দুর্বল ওয়ারির কাছে। ম্যাচের আগে বড় ভাই কায়সার হামিদকে চ্যালেঞ্জ ছোঁড়ে দেন ছোট ভাই ববি হামিদ। বলেছিলেন, তোমাকে কাটিয়ে আজ আমি গোল করব এবং মোহামেডানকে হারাব। চ্যালেঞ্জে জিতে ছিলেন ববিই, তার গোলে সেবার মোহামেডানকে হারিয়ে ওয়ারি চাঞ্চল্য সৃষ্টি করে। সেই ববিই চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বিদেশেও যান। শেষ পর্যন্ত বাঁচানো গেল না। গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ববি জাতীয় দলের হয়ে হ্যান্ডবলও খেলেন। বাবা প্রয়াত ক্রীড়া সংগঠক কর্নেল এম.এ হামিদ, মা দাবার আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, বড় ভাই ফুটবলার কায়সার হামিদ ও স্কোয়াশে সাবেক চ্যাম্পিয়ন সোহেল হামিদ ববির মেজভাই। বাংলাদেশের সফল ক্রীড়াপরিবার তাদেরই বলা হয়।

সর্বশেষ খবর