বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

আগস্টে প্রথম বিভাগ হকি লিগ

ক্রীড়া প্রতিবেদক

বড় কোনো সাফল্য না এলেও আন্তর্জাতিক হকিতে ব্যস্ত ছিল বাংলাদেশ। সামনে জাতীয় দলের ম্যাচ নেই। তাই হকি ফেডারেশন মনোযোগী হচ্ছে ঘরোয়া আসরের দিকে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, কোরবানি ঈদের পরই আমরা জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ করব। সামনের বৈঠকে তারিখ নির্ধারিত হবে। এবার ঢাকাসহ আট জেলায় খেলা চলবে।

আমরা চাচ্ছি অন্য জেলাগুলোতেও হকির প্রাণচাঞ্চল্য ফিরে আসুক। দীর্ঘদিন আলোর মুখ না দেখলেও যুব চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর প্রথম বিভাগ হকি লিগের পর্দা উঠবে। ১২টি দল আসরে অংশ নেবে। শুধু মাত্র চ্যাম্পিয়ন দল প্রিমিয়ারে খেলবে। প্রিমিয়ার থেকে নেমে যাওয়ার পর ঊষা ক্রীড়া চক্র প্রথমবারের মতো প্রথম বিভাগ লিগে খেলবে।

সর্বশেষ খবর