শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও হতাশার ছবি

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হতাশাতেই কেটেছে বাংলাদেশের প্রথম দিন। দ্বিতীয় দিনটাও হতাশাতেই কাটল। বাংলাদেশ ১০৩ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৯৫ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ২১০ রান সংগ্রহ করেছে। ১০৬ রানের লিড নিয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশের ইনিংসে ক্যারিবীয় বোলার আলজারি ও জেইডেন তিনটি করে এবং কেমার রোচ ও কাইল মায়ারস দুটি করে উইকেট শিকার করেন। ক্যারিবীয়রা দুর্দান্ত বোলিং করলেও বাংলাদেশ একই উইকেটে সুবিধা করতে পারল না। মুস্তাফিজুর রহমান, ইবাদাত হোসেন, সাকিব আল হাসান ও খালেদ আহমেদ ১টি করে উইকেট শিকার করলেও বড় স্কোরের দিকেই এগিয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রেথওয়েট ৯৪ রান করেন। এনক্রুমাহ বোনার ৩৩ ও জন ক্যাম্পবেল ২৪ রানে আউট হলেও উইকেটে টিকে আছেন জার্মেইন ব্ল্যাকউড (৩৮*)। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন সাকিব আল হাসান। এ ছাড়া তামিম ইকবাল ২৯ ও লিটন দাস ১২ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থ হলেও একই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ঠিকই রান তুলে নিচ্ছে।

সর্বশেষ খবর