শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

বন্যার কারণে সিলেটে হচ্ছে না সাবিনাদের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামবে ২৩ ও ২৬ জুন। মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ হওয়ার কথা সিলেট জেলা স্টেডিয়ামে। তবে বন্যার কারণে সিলেটের পরিবর্তে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটির ভেন্যু পরিবর্তন করেছে বাফুফে। বন্যার কারণে সিলেটের অনেক স্থানেই যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। টেলিফোন নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। সব দিক বিবেচনায় নিয়েই বাফুফে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘আমরা সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ অবস্থায় সিলেটে ম্যাচ আয়োজন করা কোনোভাবেই সম্ভব নয়। বিকল্প হিসেবে কমলাপুরেই ম্যাচ দুটি আয়োজন করতে হবে।’ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গত বছর সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে সর্বশেষ খেলেছে। আগামী আগস্টে নেপালে অনুষ্ঠেয় নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ।

সর্বশেষ খবর