শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

তিন দেশের ১৬ মাঠে ২০২৬ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক মাস বাকি। সব প্রস্তুতি শেষ। এবার বাকি কেবল মাঠের লড়াই। বিশ্বকাপের এখনো বেশ খানিকটা সময় বাকি থাকলেও পরের বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন দেশে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এ তথ্য সবার জানা। নতুন করে ফিফা জানাল তিন দেশের ১৬টি মাঠে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার দুটি মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০২৬ সালে ৪৮ দল খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এতে অনেক নতুন দলের বিশ্বকাপ খেলার সুযোগ আসবে।

সর্বশেষ খবর