রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহামেডান

মোহামেডান ও রূপালী ব্যাংক দুই দলেরই হাতছানি ছিল ঢাকা মহিলা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জয়ের। দুই দলই গতকাল লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল সমান ১৮ পয়েন্ট নিয়ে। আষাঢ়ে বৃষ্টির কারণে খেলা হয়নি। মাঠে গড়ায়নি একটিও। ফলে পরিত্যক্ত হয়েছে মোহামেডান-ইন্দিরা রোড এবং রূপালী ব্যাংক-খেলাঘর সমাজ কল্যাণ ম্যাচ। পরিত্যক্ত হওয়ায় মোহামেডান ও রূপালী ব্যাংক সমান করে পয়েন্ট পায়। ১১ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ১৯। তিনটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছে উভয় দলের। নিয়ম মেনে শিরোপা নির্ধারিত হয়েছে রান রেটে। পুরুষ ফুটবল, ক্রিকেট ও হকিতে যেখানে শিরোপা স্বপ্নে পরিণত হয়েছে, সেখানে মেয়েরাই উপহার দিল শিরোপা। সালমা খাতুন, রুমানা আহমেদ, শারমিন আক্তার সুপ্তাদের নেট রান রেট ভালো থাকায় ২০২১-২২ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ১২ দলের লিগে মোহামেডান ও রূপালী ব্যাংক অপরাজিত দল। দুই দলই ৮টি করে জয় পেয়েছে। হারের তিক্ত স্বাদ নেয়নি। পরিত্যক্ত হয়েছে ৩টি করে ম্যাচ। মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটারদের অলরাউন্ডিং পারফরম্যান্সে। ব্যাটিংয়ে দলের সেরা পারফরমার ওপেনার শামীমা সুলতানা। ৮ ইনিংসে তার রান ২ হাফসেঞ্চুরিতে ২৯৭। রুমানার রান ৬ ইনিংসে ২৯৪। তবে লিগে সবচেয়ে বেশি রান রূপালী ব্যাংকের ফারজানা হক পিংকির, ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৪৯০ রান। লিগে সবচেয়ে বেশি উইকেট বিকেএসপির বাঁ হাতি পেসার মারুফা আক্তারের ২২টি। রূপালী ব্যাংকের নাহিদা আক্তারের উইকেট ২০টি। 

সর্বশেষ খবর