সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

৩০ মিনিটেই হার

ক্রীড়া প্রতিবেদক

৩০ মিনিটেই হার

প্রথম টেস্ট জেতার পর ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারকে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশের লিটন দাস -এএফপি

তৃতীয় দিন শেষ সেশনে রোমাঞ্চ ছড়িয়েছিলেন খালেদ আহমেদ। ১৬ বলের ব্যবধানে ৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে কোণঠাসা করে ফেলেন ক্যারিবীয়দের। যদিও ওয়েস্ট ইন্ডিজের টার্গেট মাত্র ৮৪ রান। শুরুর বিপর্যয় কাটিয়ে জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকওড অবিচ্ছিন্ন থেকে চতুর্থ দিনে নিয়ে যান খেলা। গতকাল দিনের প্রথম সেশনে আধা ঘণ্টায় মাত্র ৭ ওভার বা ৪২ বলের খরচে ৭ উইকেটের জয় তুলে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ব্র্যাথওয়েইটের ওয়েস্ট ইন্ডিজ। গ্রস আইলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট ২০-২৪ জুন।

নতুন বলেই গুবলেট পাকিয়ে ফেললেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান। যতক্ষণ পুরনো বলে খেলছিলেন দুই টাইগার ব্যাটার, ততক্ষণ ক্যারিবিয়ান পেসারদের উপর প্রাধান্য বিস্তার করে ব্যাটিং করছিলেন। যখনই নতুন বল হাতে তুলে নেন কেমার রোচ, তখনই তালগোল পাকিয়ে ফেলেন সাকিব, সোহান। রোচের সুইং ও বাউন্সে নিজেদের সামলে নিতে পারেননি। আলগা শটে ফিরেছেন সাজঘরে। মাত্র ২৬ বলের ব্যবধানে ৬ রানের মধ্যে দুই ব্যাটারের বিদায়ে টাইগারদের জয়ের স্বপ্ন ক্যারিবীয় সাগরে ভেসে যায়। দুই প্রত্যয়ী ব্যাটারকে সাজঘরে পাঠানোর দিনে রোচ নাম লিখেন ক্যারিবীয় ক্রিকেট লিজেন্ড মাইকেল হোল্ডিংয়ের পাশে। দুজনেরই উইকেট সংখ্যা ২৪৯।

রোচের রেকর্ডের দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েছেন অধিনায়ক সাকিব ও সোহান। চরম ব্যাটিং বিপর্যয়ে সপ্তম উইকেট জুটিতে দুজনে ১২৩ রান যোগ করেন। ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়, তখনই হাল ধরেন তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব। সোহানকে সঙ্গী করে ৩৬.৫ ওভার বা ২২১ বলে যোগ করেন ১২৩ রান। যা সপ্তম উইকেট জুটিতে টাইগারদের পঞ্চম সর্বোচ্চ। সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান ১৪৫ রান। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রানের জুটি গড়েছিলেন সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। মুমিনুল হক ছন্দ হারিয়ে ফেললে বিসিবি তৃতীয়বারের মতো দায়িত্ব তুলে দেয় সাকিবের হাতে। অ্যান্টিগায় টেস্টে টাইগারদের প্রথম ইনিংস শেষ হয় ১০৩ রানে। ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট টাইগাররা। সাকিব ৬৩। ৬৪ রান করেন সোহান। ৪ বছর আগে নর্থ সাউন্ডেই ইনিংস হারের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেছিলেন সোহান। মুশফিকুর রহিম সফরে না আসায় সোহান সুযোগ পান খেলার। 

অ্যান্টিগায় দুই ইনিংসেই হাফসেঞ্চুরি সাকিবের। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো সন্তুষ্ট টাইগার অধিনায়কের ব্যাটিংয়ে। তারপরও তিনি গোছানো ব্যাটিং চান সাকিবের কাছে, ‘সাকিবের ব্যাটিংয়ে সবসময়ই তাড়া থাকে। প্রতিপক্ষের উপর পাল্টা আক্রমণ করে খেলার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ করুক। চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। ব্যাটিং দেখে মনে হয়েছে, বোলারদের ওপর চাপ কিছুটা ফিরিয়ে দিতে চায়। সে জানে শুরুর পর্যায়টা পেরিয়ে গেলে দারুণ ব্যাটিং করবে এবং শেইপ ধরে রাখবে।’

১৫ বছরে ৬২ টেস্ট ক্যারিয়ারে বহু রেকর্ড গড়েছেন সাকিব। বিপর্যয়ে বহুবার হাল ধরেছেন। সেঞ্চুরি করেছেন ৫টি এবং হাফসেঞ্চুরি ২৯টি। টাইগার টেস্ট অধিনায়ক সর্বশেষ সেঞ্চুরি করেন ২০১৭ সালে কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে। ওই টেস্টটি জিতেছিল বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে তিনি ১৩১ রান যোগ করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। এরপরের ২৩ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। হাফসেঞ্চুরি ৮টি। পঞ্চাশোর্ধ ইনিংসগুলোকে সেঞ্চুরি হিসেবে দেখতে চান টাইগার কোচ।

 ‘সাকিব সেঞ্চুরি করার মতো যথেষ্ট ভালো। সেঞ্চুরি তাকে করতে হবে। এখন সে ৭ নম্বরে ব্যাট করছে। এমনিতে সে ৬ নম্বরে ব্যাট করে। শীর্ষ ছয় ব্যাটারদের সেঞ্চুরিতে চোখ রাখতে হয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর