সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

‘প্রথম সেশনেই সবশেষ’

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং ব্যর্থতার খোলস ভাঙতেই পারছে না টাইগাররা। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেই চলেছেন ব্যাটাররা। যার খেসারত গুনছে হারে। অ্যান্টিগায় টেস্টে শুধুমাত্র ব্যাটারদের ব্যর্থতায় চতুর্থ দিনের প্রথম সেশনে হেরে গেছে বাংলাদেশ। ৭ উইকেটে হারের পর মিডিয়ার মুখোমুখিতে টাইগার অধিনায়ক সাকিব জানান টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ম্যাচ শেষ হয়ে গেছে, ‘ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে ৬ উইকেট হারানো ভালো হয়নি। ওই প্রথম সেশনটাই ম্যাচে আমাদের শেষ করে দিয়েছে।’ অ্যান্টিগায় নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে ১৫ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সাকিব বাহিনী। স্কোর বোর্ডে রান তখন ৪৬। টস হারকেও গুরুত্বপূর্ণ মনে করেছেন টাইগার অধিনায়ক, ‘অবশ্যই টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফলাফলে।’

২০১৮ সালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। এবার সফর করছে সাকিবের অধিনায়কত্বে। মুমিনুল হক ছন্দ হারানোয় বিসিবি দায়িত্ব তুলে সাকিবের হাতে। এর আগে আরও দুবার টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সফর করে সাকিবের নেতৃত্বে। এবার নিয়ে তৃতীয়বার টেস্ট অধিনায়ক হয়েছে দেশসেরা ক্রিকেটার। টস হেরে ব্যাটিং নেমেই নতুন বলে সুর, তাল, লয় হারিয়ে ফেলে সাকিব বাহিনী। ম্যাচ সেরা কেমার রোচ, জেয়ডেন সিলস, কাইলি মেয়ার্স, আলঝারি জোশেফের সুইং, গতি ও বাউন্সে অসহায় হয়ে পড়েন টাইগার ব্যাটাররা। প্রথম ওভার থেকে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে লাঞ্চে যায় ৬ উইকেটে ৭৬ রান তুলে।  শুধুমাত্র সাকিব লড়াই করে ৫১ রান করেন। টাইগারদের প্রথম ইনিংসে সংগ্রহ ১০৩ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ ২৬৫ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর