শিরোনাম
সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

বন্যার্তদের পাশে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে জেলা দুটিতে। শুধু দুই জেলাই নয়, গোটা দেশের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সিলেটের বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন গতকাল মিডিয়ার মুখোমুখিতে সহায়তার কথা বলেন, ‘সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি।’ বন্যা কবলিত সিলেটে অনুশীলনের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটাররা সেখানে অবস্থান করছেন। কিন্তু এখন অনুশীলন বন্ধ। এইচপি ক্রিকেটারদের ঢাকা আনার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বন্যার্তদের সাহায্য ও ক্রিকেটারদের বিষয়ে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিসিবি পরিচালক ও মহিলা বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরীকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার আলোচনা চলছে। তবে বিসিবি সিইও জানান, এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফররত বাংলাদেশ ক্রিকেট দলে তিন জন টেস্ট ক্রিকেটার রয়েছেন। ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমানের সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দিন কয়েক পর টি-২০ সিরিজ খেলতে নাসুম আহমেদ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে।

সর্বশেষ খবর