বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

ওয়ার্ল্ড ক্লাস হতে চাই

ক্রীড়া প্রতিবেদক

ওয়ার্ল্ড ক্লাস হতে চাই

পেস বোলারদের প্রধান শত্রু হচ্ছে ইনজুরি। গতি তারকা তাসকিন আহমেদকে বার বার পেছন থেকে টেনে ধরেছে ‘চোট’! কিন্তু প্রতিবারই ইনজুরিকে পরাজিত করে নিজেকে ফিট প্রমাণ করে জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে টেস্ট খেলতে না পারলেও ওয়ানডে ও টি-২০ সিরিজের দলে রয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন।

এখন নিজেকে ফিট প্রমাণ করতে পারলে একাদশেও দেখা যাবে। মিডিয়াকে তাসকিন বলেন, ‘শতভাগ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং চেষ্টাগুলো ঠিক ছিল। সবধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারা সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সব মিলিয়ে ভালো আছি।’

ইনজুরি থেকে নিজের স্বপ্নের কথা জানালেন এই গতি তারকা। এখন তিনি তিন ফরম্যাটে খেলার জন্যই প্রস্তুত। নিজেকে বিশ্ব মানের বোলার হিসেবে দেখতে চান। তাসকিন বলেন, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই- সব ফরম্যাট। যদি কখনো দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে তা মনে হয় না। এখন ফিট হয়ে ভালো করে খেলার সঠিক সময়। আমার স্বপ্ন, ওয়ার্ল্ড ক্লাস হতে চাই।’

এখন তাসকিনের একটাই লক্ষ্য, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই নিজের সামর্থ্য নতুন করে প্রমাণ করা। মাঠে নামার জন্য মুখিয়ে আছেন এই পেসার, ‘আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে যেন জয় উপহার দিতে পারি। সবসময় এটাই ইচ্ছা থাকে। শতভাগ দেব। ফাস্ট বোলারদের ইনজুরি টুকটাক হয়ই। হলে আবার কামব্যাক করতে হবে এটাই চ্যালেঞ্জ এবং এটাতে মজাও আছে। প্রায় আড়াই মাস পর দলের সঙ্গে যুক্ত হতে পারছি, এটা সবচেয়ে বেশি আনন্দের। একজন স্পোর্টসম্যানের জন্য সবচেয়ে শান্তির ব্যাপার দলের সঙ্গে থাকা।’

টেস্ট সিরিজের পরই ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-২০। প্রথম ম্যাচ ২ জুলাই। পরের দুটি ৩ ও ৭ জুলাই। ওয়ানডে তিনটি ১০, ১৩ ও ১৬ জুলাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর