বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

মালয়েশিয়ার মুখোমুখি সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ার মুখোমুখি সাবিনারা

বাংলাদেশ ও মালয়েশিয়ার দুটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। বন্যার কারণে ম্যাচ দুটি এখন অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। আজ প্রথম ম্যাচে সাবিনারা মুখোমুখি হবেন মালয়েশিয়ার মেয়েদের। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুন। দুটি ম্যাচের টিকিট বিক্রি থেকে আয় করা অর্থ যাবে বন্যার্তদের সহায়তায়। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দুটি ম্যাচের জন্যই ১০ হাজার করে টিকিট ছাড়বে বাফুফে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য থাকছে ৫০ টাকা করে।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছেন সাবিনা খাতুনরা। গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমেছিল এশিয়ান কাপ বাছাইপর্বে। চলতি বছরেরই আগস্টে নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এশিয়ান গেমস অবশ্য পিছিয়ে গেছে। এ দুটি প্রতিযোগিতা উপলক্ষেই প্রস্তুতি নিচ্ছেন সাবিনা খাতুনরা। মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী হলেও ম্যাচে জয় চায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘মালয়েশিয়া র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। তবে আমাদের লক্ষ্য থাকবে ভালো ফল নিয়ে মাঠ ছাড়ার। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করব।’ গোলাম রব্বানী ছোটনও জানালেন, ম্যাচ দুটি ঘিরে গত রোজার ঈদের পর থেকেই কঠোর পরিশ্রম করছে মেয়েরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৪৬ নম্বরে এবং মালয়েশিয়া ৮৫ নম্বরে অবস্থান করছে। র‌্যাঙ্কিংয়ের এই দূরত্ব কী পারফরম্যান্স দিয়ে দূর করতে পারবেন সাবিনা খাতুনরা?

সর্বশেষ খবর