বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

আইসিইউতে কিংবদন্তি জহির আব্বাস

আইসিইউতে কিংবদন্তি জহির আব্বাস

দুর্দান্ত সব স্ট্রোকে রানের ফল্গুধারা ছোটাতেন জহির আব্বাস। পাকিস্তানের এই স্টাইলিস্ট ক্রিকেটারকে নাম দেওয়া হয়েছিল ‘রান মেশিন’। ‘এশিয়ার ব্রাডম্যান’ও বলতেন অনেকে। এই স্টাইলিস্ট ক্রিকেটার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এখন লন্ডনের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। এই মাসের শুরুতে দুবাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এজন্য লন্ডন যেতে দেরি হয়েছে তার। লন্ডন পৌঁছানোর পরের দিন অসুস্থ হয়ে পড়েন ৭৪ বছর বয়স্ক পাকিস্তানের সাবেক অধিনায়ক। হাসপাতালে ডায়ালাইসিস করা হচ্ছে জহির আব্বাসের। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ৭৮ টেস্টে রান করেন ৫০৬২। সেঞ্চুরি করেন ১২টি এবং হাফসেঞ্চুরি ২০। ৬২ ওয়ানডেতে রান করেন ২৫৭২। সেঞ্চুরি ৭ এবং হাফসেঞ্চুরি ১৩টি। ১৪ টেস্টে পাকিস্তানের অধিনায়ক ২০২০ সালে আইসিসির হল অব ফেমে জায়গা করে নেন। ক্যারিয়ারে ৪৫৯ প্রথম শ্রেণির ম্যাচে রান করেছেন ৩৪৮৪৩। সেঞ্চুরি করেছেন ১০৮টি এবং হাফসেঞ্চুরি ১৫৮টি। এশিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে শয়ের উপর সেঞ্চুরি করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩২৩ ম্যাচে রান করেছেন ১১২৪০। সেঞ্চুরি ১৯টি ও ফিফটি ৭২টি।

সর্বশেষ খবর