শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা

তিন টেস্টে মিচেলের টানা তিন সেঞ্চুরি

লর্ডসে সিরিজ শুরু করেন ১৩ রান দিয়ে। পরের চার ইনিংসে ৩ সেঞ্চুরি। লর্ডসে ৫ উইকেটে হারের ম্যাচে প্রথম ইনিংসে ১৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করেন।

ক্রীড়া ডেস্ক

তিন টেস্টে মিচেলের টানা তিন সেঞ্চুরি

লর্ডস ও নটিংহ্যাম টেস্ট হেরে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। দল না পারলেও রান করছেন ড্যারেল মিচেল ও টম ব্লান্ডেল। দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ছেন। টানা তিন টেস্টেই শতরানের জুটি গড়েছেন। দুজনে সিরিজে জুটি বেঁধে পাঁচ ইনিংসে রান করেছেন ৫৯৩। যা দেশটির পক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ মার্টিন ক্রো ও অ্যান্ড্রু জোন্সের, ৫৫২ রান। জুটির রেকর্ড গড়ার সিরিজে নিজেকে অনন্য উচ্চতায় ঠাঁই দিয়েছেন মিচেল। একসময় পশ্চিম অস্ট্রেলিয়ার যুবদলের হয়ে খেলা মিচেল এখন খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা তিন টেস্টে সেঞ্চুরি করেছেন মিচেল। লর্ডস, নটিংহ্যামের পর লিডসেও খেলেছেন তিন অঙ্কের জাদুকরী ইনিংস। লর্ডসে সিরিজ শুরু করেন ১৩ রান দিয়ে। পরের চার ইনিংসে ৩ সেঞ্চুরি। লর্ডসে ৫ উইকেটে হারের ম্যাচে প্রথম ইনিংসে ১৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করেন। সেঞ্চুরির ইনিংসটি খেলেন ২০৩ বলে ১২ চারে। নটিংহ্যামেও ৫ উইকেটে হারে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে মিচেল করেন ১৯০ রান। ৩১৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায়। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত থাকেন ৬২ রানে। চলমান লিডস টেস্টে গতকাল ১০৯ রানের ইনিংস খেলেন ২২৮ বলে ৯ চার ৩ ছক্কায়। ১২ টেস্ট ক্যারিয়ারের ১৬ ইনিংসে এটা তার চতুর্থ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন টেস্টে সেঞ্চুরি করেন। তার সেঞ্চুরি ও টম ব্লান্ডেলের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে ১২০ রানে ভর করে ৩২৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে ইতিহাসে টানা ৫ টেস্টে সেঞ্চুরির বিরল রেকর্ডস ওয়েস্ট ইন্ডিজের স্যার এভার্টন উইকসের, ৫টি। টানা ৪টি করে সেঞ্চুরি করেছেন জন ফিংগ্লেটন, অ্যালান মেলভিলে ও রাহুল দ্রাবিড়।

সর্বশেষ খবর