রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

ব্যর্থতার বৃত্তে বন্দি ব্যাটাররা

‘উইকেটে বল ওঠা-নামা করেছে। আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। ৩০০-৩২০ রান করতে পারলে আরও ভালো হতো। বোলিংয়ে যদি ২৫-৩০ রান কম দিতাম, তাহলে ভালো হতো।’

ক্রীড়া প্রতিবেদক

ব্যর্থতার বৃত্তে বন্দি ব্যাটাররা

টেস্ট শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামী স্টেডিয়ামের উইকেটে বাউন্স ও গতি আছে। কিন্তু ব্যাটিং সহায়তা পাবেন ব্যাটাররা। প্রথম দিন লাঞ্চ বিরতি পর্যন্ত টাইগার ব্যাটারদের ব্যাটিংয়ে তেমনটাই মনে হয়েছিল। কিন্তু টেকনিতে ঘাটতি থাকায় স্বাগতিক ক্যারিবীয় পেসারদের গতি, সুইং, বাউন্স ও নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে অসহায়ত্ব ফুটে উঠেছে সাকিব বাহিনীর। আপার অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৬৪.২ ওভারেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। স্কোর বোর্ডে ২৩৪ রানের বেশি যোগ করতে পারেনি। ব্যাটারদের ব্যর্থতায় হতাশা ঝরেছে টাইগার ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের কণ্ঠে। শুধু ব্যাটিং নিয়ে নয়, বোলিং নিয়েও হতাশা ব্যক্ত করেছেন তিনি। ক্যারিবীয় দুই ওপেনার আগের দিন ৬৭ রান নিয়ে খেলতে নেমে গতকাল ১০০ রানেই প্রথম উইকেট হারায়। ক্যাম্বেল ব্যক্তিগত ৪৫ রানে আউট হন। এরপর ১৩১ রানের মাথায় সাজঘরে যান অধিনায়ক ক্রেইগ ব্র্যাফেট। তিনি ১০৭ বলে ৫১ রান করেন। এরপর ১ রান যোগে ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেটের পতন ঘটে। খালেদ আহমেদ ২ উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকরা ৪ উইকেটে  ২০৬ রান সংগ্রহ করেছে। প্রথম দিন শেষে ওপেনার তামিম বলেন, ‘উইকেটে বল ওঠা-নামা করেছে। আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। ৩০০-৩২০ রান করতে পারলে আরও ভালো হতো। বোলিংয়ে যদি ২৫-৩০ রান কম দিতাম, তাহলে ভালো হতো। কারণ ওরা যে ধরনের ব্যাটিং করেছে সাধারণত, এত দ্রুত রান করে না ওরা, ক্যাম্পবেল ছাড়া। আমরা ২০-২৫ রান বেশি দিয়েছি।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় টেস্টে ৭ উইকেটে হেরেছিল ব্যাটিং ব্যর্থতায়। ওই টেস্টের এক-দুজন ব্যাটার ছাড়া বাকিদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৩ রান করেছিল ৩২.৫ ওভারে। দ্বিতীয় ইনিংসে সাকিব ও নুরুল হাসান সোহান ছাড়া বাকিরা ব্যর্থ হয়েছেন। ফলে ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান দুজনে জুটি বেঁধে। দুজনের দৃঢ়তায় ৯০.৫ ওভারে ২৪৫ রান করেছিল। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামী স্টেডিয়ামে উইকেটে বল খুব বেশি মুভ করেনি। বল উঠা-নামা করেছে। উইকেটের মুভমেন্টকে কাজে লাগিয়ে সাকিব বাহিনীকে পুরোপরি চেপে ধরেন কাইলি মেয়ার্স, আলঝারি জোশেপ, জেয়ডান সিলস, অ্যান্ডারসন ফিলিপসের সাঁড়াশি আক্রমণে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। যদিও দুই ওপেনার তামিম ও মাহামুদুল হাসান ৪১ রানের ভিত দিয়েছিলেন। জয়কে বোল্ড করেন টেস্ট অভিষেক খেলতে নামা অ্যান্ডারসন। তামিম আউট হন জোশেপের স্লোয়ারে। অ্যান্টিগায় প্রত্যয়ী ব্যাটিং করা সাকিব ও সোহান দুই অংকের রান করার আগেই ফিরেন সাজঘরে। সাকিব খেলেন ৮ রানের ইনিংস এবং সোহান ৭ রানে। শেষ দিকে লিটন দাস দৃঢ়তা পরিচয় দিলে এবং ইবাদত হোসেন ও শরিফুল ইসলামের দৃঢ়তায় ২৩৪ রান করে টাইগাররা। মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ২ উইকেটে ১০৫ রান থেকে মুহূর্তেই ১৩৮ রানে ৬ উইকেট; কোণঠাসা হয়ে পরে সাকিব বাহিনী। ৩৩ রানে হারায় ৪ উইকেট। টাইগারদের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৬৪.২ ওভার।

প্রথম ইনিংসে ২টি হয়েছে লেগ বিফোর। তবে আম্পায়ারিংয়ের মান ছিল নিচু। নাজমুল হোসেন শান্তকে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ যেভাবে লেগ বিফোর দিয়েছেন, রিভিউতে দেখা গেছে বল উইকেটের উপর দিয়ে যেত। ৮ বছর পর খেলতে নেমে বলের লাইন মিস করেছেন এনামুল হক বিজয়। অফ স্ট্যাম্পের বাউরের বলতে অহেতুক খেলতে যেয়ে ইনার এজড হয়ে বোল্ড হন অ্যান্টিগার উভয় ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকানো সাকিব। লেগ ¯ট্যাম্পের বল খেলতে যেয়ে উইকেটরক্ষক ডি সিলভার গ্লাভসবন্দী হন সোহান। অ্যান্টিগায় পুরোপুরি ব্যর্থ লিটন খেলেছেন ৫৩ রানের ইনিংস। ৭০ বলে ৮ চারের ইনিংসটি শেষ হয় শর্ট বলে মিস টাইমিংয়ে পুল খেলতে যেয়ে।

সর্বশেষ খবর