রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতুর উদ্বোধনে কেক কাটলেন সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক

পদ্মা সেতুর উদ্বোধনে কেক কাটলেন সাকিবরা

২৫ জুন দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে। গতকাল স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খরস্রোতা, প্রমত্তা পদ্মার উপর সেতু নির্মিত হওয়ায় দক্ষিণাঞ্চলের ২৬টি জেলার সঙ্গে সরাসরি যোগ হবে রাজধানী ঢাকার। ৩ কোটি লোক উপকার পাবেন সরাসরি। দেশের জনগণ দিনটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখে ইতিহাসের সাক্ষী হয়েছেন। সুদূর ওয়েস্ট ইন্ডিজে থেকেও জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা মাইলফলকের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন। সেতু উদ্বোধনের আনন্দের ভাগীদার হয়েছেন কেক কেটে। প্রধানমন্ত্রী ও পদ্মা সেতুর ছবিসহ কেক কাটেন টাইগার টেস্ট অধিনায়ক সাকিব। সঙ্গী ছিলেন তামিম ইকবাল, মুমিনুল হকসহ দলের সবাই। এছাড়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টাইগার টেস্ট অধিনায়ক সাকিব, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ, আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সব থেকে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই পূরণ করা সম্ভব হয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আশা করছি এ পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’ এদিকে ঢাকায় ফুটবল ফেডারেশনে সভাপতি কাজি সালাউদ্দিন কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধনী দিন উদযাপন করেন। তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান।

সর্বশেষ খবর