রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা কিংস অ্যারিনায় দুই চ্যাম্পিয়নের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

পয়েন্ট টেবিলে পার্থক্য অনেক। তবুও দুই চ্যাম্পিয়নের লড়াই বলে ম্যাচের গুরুত্ব অনেক। আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেলের বিপক্ষে। ম্যাচটি শেখ রাসেলের হোম ভেন্যু। এর আগে একই মাঠে হোম ভেন্যু ছিল বসুন্ধরা কিংসের। টিভিএস পেশাদার লিগে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল কিংস। শিরোপার জন্য কিংসের এই ম্যাচের গুরুত্ব অনেক। ১৬ ম্যাচে ৪১ পয়েন্টে শীর্ষে থেকে হ্যাটট্রিক শিরোপার পথে হাঁটছে ফুটবল কিং বসুন্ধরা কিংস। অন্য দিকে শেখ রাসেলের সংগ্রহ ১৮।

শেখ রাসেল দ্বিতীয় লেগে অনেকটা চেনা রূপে ফিরেছে। আগের ম্যাচে তারা শেখ জামাল ধানমন্ডিকে হারিয়েছে ৩-১ গোলে। তার আগে ঢাকা আবাহনীর বিপক্ষে ড্র। সেক্ষেত্রে ম্যাচ ঘিরে চ্যাম্পিয়নদের ভাবতেই হচ্ছে। কোচ অস্কার ব্রুজোন বলেছেন, আমাদের এখন ফাইনাল। সেক্ষেত্রে তালিকায় শেখ রাসেলের নাম রয়েছে।

ওরা ঘুরে দাঁড়িয়েছে। জিততে হলে সেরাটা দিতেই হবে। আগের ম্যাচে ইনজুরির কারণে তারিক কাজী না খেললেও আজ মাঠে নামার সম্ভাবনা রয়েছে। বড় বাধা পেরুতেই বসুন্ধরাকে জিততেই হবে। শেখ রাসেলের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেছেন, ‘জেতার জন্যই আমরা নামব। আশা করি সমর্থকদের হতাশ করব না।’

সর্বশেষ খবর