সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

সাদা চোখে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের ফল ০-০। কিন্তু স্কোর বোর্ডে যদি বাংলাদেশের নামের পাশে ৪/৫ গোল লেখা থাকত, তাহলে অবাক হওয়ার কিছু ছিল না! সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, স্বপ্না, শামসুন্নাহাররা যদি একের পর এক গোল মিস না করতেন, তাহলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেত। আক্রমণাত্মক ফুটবল খেলেও স্ট্রাইকারদের টানা ব্যর্থতায় জয় পায়নি সাবিনা বাহিনী। গোল শূন্য ড্র করলেও বসুন্ধরা গ্রুপ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়ে ফুটবল দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৬-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ৬১ ধাপ এগিয়ে বাংলাদেশ থেকে। তারপরও প্রথম ম্যাচে সফরকারীদের নিয়ে ছেলেখেলায় মেতেছিলেন সাবিনারা। ওই ম্যাচে প্রথমার্ধে গুণে গুণে ৪ গোল দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন। সব মিলিয়ে ৬-০ ব্যবধানে জিতে চমকে দিয়েছিল সাবিনা বাহিনী। গতকাল দ্বিতীয় ম্যাচে একাধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি। যদিও দুই অর্ধেই আক্রমণাত্মক ফুটবল খেলেছেন সাবিনা, স্বপ্না, আঁখিরা। সফরকারী মালয়েশিয়া রক্ষণাত্মক ভঙ্গীতে খেলেছে। আধিপত্য বিস্তার করে খেলা ম্যাচে বাংলাদেশ কর্নার পেয়েছে ১৬টি। প্রথমার্ধেই কর্নার পায় ১১টি। দ্বিতীয়ার্ধে পায় আরও ৫টি। সফরকারীরা গতকাল খেলতে নামে আগের ম্যাচের ৫টি পরিবর্তন নিয়ে। গতকাল প্রথমবার খেলতে নামা মালয়েশিয়ান গোলরক্ষক দারুণ খেলেছেন। একের পর এক গোল রক্ষা করে দলের হার এড়িয়েছেন। হার এড়ানো ম্যাচ শেষে বেশ আনন্দ করতে দেখা গেছে সফরকারী মহিলা ফুটবলারদের। কিছুদিন আগে এশিয়ান কাপ বাছাইপর্বে জামাল ভূঁইয়ারা ৪-১ গোলে হেরেছিল মালয়েশিয়া জাতীয় দলের কাছে।

যারা খেলেছেন

রূপনা চাকমা, শিউলি আজিম, আঁখি খাতুন, মাসুরা পারভীন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না ও সাবিনা খাতুন।

সর্বশেষ খবর