সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতুতে খুলবে ফুটবলে বন্ধ দুয়ার

ক্রীড়া প্রতিবেদক

পদ্মা সেতুতে খুলবে ফুটবলে বন্ধ দুয়ার

পদ্মা সেতু চালু হয়েছে। দক্ষিণ অঞ্চলের সঙ্গে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ হয়ে পড়েছে। এ থেকে ক্রীড়াঙ্গনও বদলে যেতে পারে। যাতায়াতের জন্যই দক্ষিণ অঞ্চলে পেশাদার ফুটবল লিগ আয়োজন করা সম্ভব হচ্ছিল না। গোপালগঞ্জেই তা সীমাবদ্ধ ছিল। এবার ফরিদপুরেও গড়াতে পারে ফুটবল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর সেই আভাস দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা চাই ফুটবল অধিকাংশ জেলায় ছড়িয়ে পড়ুক। কিন্তু যাতায়াত ব্যবস্থা কঠিন ছিল বলে সম্ভব হচ্ছিল না। এখন পদ্মা সেতু খুলে দেওয়ার পর পেশাদার লিগ ঘিরেও নতুন চিন্তাভাবনা করছি।’ সালাউদ্দিন বলেন, ফরিদপুর ও বরিশাল জেলায় অনেক তারকা ফুটবলার বের হয়েছেন। অথচ দুই জেলায় এ জনপ্রিয় খেলা হারাতে বসেছে। দুই জেলাকে জাগাতে চাই। আমার বিশ্বাস পদ্মা সেতুতে ঢাকায় নতুন নতুন ফুটবলারের আনাগোনা হবে। এতে করে মিলবে নতুন প্রতিভার সন্ধান।

সর্বশেষ খবর