বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

সাকিব জানে কীভাবে দল পরিবর্তন করতে হবে!

‘ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচ এখন আমাদের জিততে হবে। কারণ, এখানকার উইকেট স্পিনিং তাই ড্র-র সম্ভাবনা কম। আমাদের জিততে হবে -এভাবেই পরিকল্পনা করতে হবে। সাকিব আক্রমণাত্মক চিন্তা-ভাবনা করছে, যা দলের জন্য খুবই ইতিবাচক।’

ক্রীড়া প্রতিবেদক

সাকিব জানে কীভাবে দল পরিবর্তন করতে হবে!

দলীয় ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও মুমিনুল হক ব্যর্থ হয়েছিলেন। সে কারণে নিজ থেকেই নেতৃত্ব ছেড়েছেন। তারপর দল থেকেও বাদ পড়েছেন। কিন্তু সাকিব আল হাসান অধিনায়ক হওয়ার পরও টেস্টের ফলে পরিবর্তন আসেনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ। প্রথমটিতে ৭ উইকেটে হার, দ্বিতীয়টিতে  ১০ উইকেটে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা মনে করেন, নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যে সাফল্য আসবে এমন নয়। কেন না দল তো সেই আগেরটাই আছে। তা ছাড়া টেস্টে বাংলাদেশ কখনোই ভালো দল ছিল না। তাই সাফল্য পেতে সময় লাগবে। তবে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়কত্ব পাওয়ায় আশাবাদী মাশরাফি। তিনি বলেন, ‘সাকিব যে অধিনায়ক হয়েছে, এটা আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদ। কারণ, টেস্ট ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং পারফর্মারের হাতে অধিনায়কত্ব থাকা উচিত এবং সেটাই আছে। রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না।’

একদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশে এখনো টেস্টের সংস্কৃতি গড়ে ওঠেনি। এটা গড়ে উঠতে আরও সময় লাগবে।

মাশরাফি মনে করেন, সাকিবই পারবেন টেস্টে পরিবর্তন আনতে। তিনি বলেন, ‘সাকিব জানে কীভাবে দল পরিবর্তন করতে হবে। এর আগেও দুবার সে অধিনায়কত্ব করেছে। আমি মনে করি, সাকিব সব জানে, কীভাবে সব সামলাতে হবে। কীভাবে পরিবর্তন করতে হবে দলটাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, পরিকল্পনার বিকল্প কিছু নেই। পরিকল্পনা না করলে অন্তত এই ফরম্যাটে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।’

দেশের বাইরে বরাবরই বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স করে। তবে দেশের মাটিতে সে তুলনায় অনেকটাই ভালো। নড়াইল এক্সপ্রেস মনে করেন, প্রথমে ঘরের মাঠে জয়ের অভ্যাসটা গড়ে তোলা জরুরি। টেস্টে ভালো করতে হলে এদিকে বেশি ফোকাস দিতে হবে। মাশরাফি বলেন, ‘ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচ এখন আমাদের জিততে হবে। কারণ, এখানকার উইকেট স্পিনিং তাই ড্র-র সম্ভাবনা কম। আমাদের জিততে হবে -এভাবেই পরিকল্পনা করতে হবে। সাকিব আক্রমণাত্মক চিন্তা-ভাবনা করছে, যা দলের জন্য খুবই ইতিবাচক।’

সর্বশেষ খবর