বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

শঙ্কিত টাইগাররা!

ক্রীড়া প্রতিবেদক

আবহাওয়া জানাচ্ছে গতকাল রাতে সেন্ট লুসিয়ায় সাইক্লোন আঘাত হানার কথা। এই সাইক্লোনের প্রভাব পড়বে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ফলে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা পর্যন্ত ঝড়ের তান্ডবে সমুদ্র যাত্রায় প্রভাব পড়বে। সমুদ্রপথে সেন্ট লুসিয়া থেকে বের হওয়া কঠিন। দ্বীপটির সরকার সতর্কতা জারি করেছে। দ্বীপটিতে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সাইক্লোনের জন্য বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবে। উত্তাল সমুদ্রে থাকবে ১১-১৩ ফুট উচ্চতার ঢেউ। আজ সেন্ট লুসিয়া থেকে ফেরিতে আটলান্টিক পাড়ি দেওয়ার কথা। বাংলাদেশ প্রথম দুটি টি-২০ ডোমিনিকা প্রজাতন্ত্রে। একই ফেরিতে ওয়েস্ট ইন্ডিজ দলেরও যাওয়ার কথা। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর