শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

উইম্বলডনে আর ফিরছেন না সেরেনা!

ক্রীড়া ডেস্ক

উইম্বলডনে আর ফিরছেন না সেরেনা!

দীর্ঘ এক বছর বিশ্রামে থেকে কিছুদিন আগে কোর্টে ফিরেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ৪১ ছুঁই ছুঁই বয়সের এই তারকার সামনে পড়লে এখনো যে কারও বুক কাঁপে। তবে উইম্বলডনে সুবিধা করতে পারলেন না তিনি। প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন। ফ্রান্সের হারমোরি ট্যানের কাছে তিন সেটের লড়াইয়ে হেরেছেন ৭-৫, ১-৬, ৭-৬ গেমে। শেষের সেটটা জয়ের খুব কাছাকাছি ছিলেন সেরেনা। এমন এক পরাজয়ের পর উইম্বলডনে আবার ফেরা নিয়ে শঙ্কাই প্রকাশ করলেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী এই মার্কিন মেয়ে।

উইম্বলডনে সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর তার দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, আবার কী ফিরবেন অল ইংল্যান্ড টেনিস কোর্টে? সেরেনা বলেন, ‘এটা এমন একটা প্রশ্ন যার উত্তর আমি দিতে পারব না। আমি ঠিক জানি না। কে জানে আমি আবার কোথায় নিজেকে ফিরে পাব?’ সেরেনা কী অবসরের একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন? ফর্ম ফিরে না পেলে টেনিস কোর্টকে বিদায় বলে দিতে পারেন সেরেনা। সর্বশেষ তিনি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জিতেছেন ২০১৭ সালে অস্ট্রেলিয়া ওপেনে। সর্বশেষ কোনো টুর্নামেন্ট জয় করেছেন ২০২০ সালে। সেবার নিউজিল্যান্ডের অকল্যান্ড ওপেনে স্বদেশি জেসিকা পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সেরেনা। ক্যারিয়ারে এককের ৭৩টি ট্রফি জয়ী সেরেনা ভক্তদের মনে প্রশ্ন, আর কতদিন কোর্টে দেখা যাবে তাকে!

সর্বশেষ খবর