বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা
কাতার বিশ্বকাপ

কমছে ভাড়া বাড়ছে ফ্লাইট

ক্রীড়া ডেস্ক

স্বপ্নের বিশ্বকাপ স্বচক্ষে দেখার আগ্রহ অনেকেরই। তাই দেশ-বিদেশের সমর্থকদের যাতায়াত সহজ করতে বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত ও গালফ ক্যারিয়াবস কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্বকাপ চলাকালে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের একমাস অন্য সময়ের চেয়ে কম ভাড়ায় কাতারের রাজধানী দোহায় যেতে পারবেন দর্শকরা। আগামী ২০ নভেম্বরে দুবাই থেকে দোহার বিমান ভাড়া ১৭০০ দিরহামের কিছু বেশি ধরা হয়েছে। যা বর্তমানে ২২০০ দিরহামের কাছাকাছি। এছাড়া আবুধাবি থেকে দোহা যেতে বিমানে গুণতে হবে ১হাজার থেকে ৬ হাজার দিরহাম। রিয়াদ ও জেদ্দা থেকে বিমান ভাড়া পড়বে ১৪০০ দিরহামের কাছাকাছি। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ প্রতিবেদনে জানা গেছে এ খবর। গালফ ক্যাবরিয়ানের মধ্যে সর্বশেষ এয়ার লাইন্স হিসেবে বিশ্বকাপের সময় বাড়তি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার অ্যারাবিয়া। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন শারজাহ থেকে দোহার ২৪টি শাটল ফ্লাইট পরিচালনা করবে এই এয়ার লাইন্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর