শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

ইরিনাকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে বাদোসা

ক্রীড়া ডেস্ক

ইরিনাকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে বাদোসা

বয়স ৩২। ২৫ নম্বর বাছাই। দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। চেক রিপাবলিকের এই টেনিস খেলোয়াড় উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন। মুখোমুখি হবেন চতুর্র্থ বাছাই স্পেনের পাওলা বাদোসার বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে কেভিতোভা খুব সহজেই হারিয়েছেন আনা বোগদানকে ৬-১ ও ৭-৬ গেমে। বাদোসা তৃতীয় রাউন্ডে উঠেছেন ইরিনা বারার বিপক্ষে ৬-৩ ও ৬-২ গেমে জিতে। ২৫তম বাছাই কেভিতোভা ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত কখনোই কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেননি। বাদোসা গতবার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলেছিলেন। বিশ্বের এক নম্বর বাছাই পোল্যান্ডের শিয়াওতেক জিতেই চলেছেন। ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০ ও ৬-৩ গেমে হারিয়ে তুলে নিয়েছেন টানা ৩৬তম জয়। একবিংশ শতকে প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েছেন শিয়াওতেক। ২০০০ সালে ভেনাস উইলিয়ামস জিতেছিলেন টানা ৩৫ ম্যাচ। ২০১৩ সালে সেরেনা উইলিয়ামস জিতেছিলেন টানা ৩৪ ম্যাচ। দারুণ ছন্দে থাকা পোলিশ তরুণী চলতি বছর ফ্রেঞ্চ ওপেনসহ টানা ৬টি শিরোপা জিতেছেন।

সর্বশেষ খবর