শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

মোহামেডানের মুখোমুখি বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার লিগ ফুটবলে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়। এ ম্যাচ জিতলেই টানা তৃতীয় শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে অস্কার ব্রুজোনের দল। প্রথম লেগে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। লিগে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন রবসন রবিনহোরা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে আছে মোহামেডান।

বসুন্ধরা কিংস লিগে টানা ছয় ম্যাচ জিতেছে। সর্বশেষ তারা পয়েন্ট হারিয়েছে গত ৭ এপ্রিল শেখ জামালের বিপক্ষে। বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত সেই ম্যাচ ৩-৩ গোলের ড্রতে শেষ হয়েছিল। এরপর আর কোনো দলই কিংসের পয়েন্ট কাড়তে পারেনি। লিগের শেষদিকে এসে অবশ্য কয়েকটি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে চ্যাম্পিয়নদের। মোহামেডান ম্যাচের পর আছে চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং, ঢাকা আবাহনী এবং শেখ জামাল। এর মধ্যে আজকের ম্যাচসহ তিন ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে কিংসের। ঢাকা আবাহনী ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী দুই দলেরই হাতে আছে পাঁচ ম্যাচ করে। ছয় পয়েন্টে এগিয়ে থাকা বসুন্ধরা কিংস তিন ম্যাচে নয় পয়েন্ট পেলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৫৩ পয়েন্ট। অন্যদিকে আবাহনী সব ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৫৩। গোল ব্যবধানে বসুন্ধরা কিংস আবাহনীর চেয়ে ১১ গোলে এগিয়ে আছে। এ ব্যবধান ধরে রাখতে পারলে বসুন্ধরা কিংস তিন ম্যাচ জিতলেই টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

সর্বশেষ খবর