শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

তিন দিনেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

তিন দিনেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তিন দিনেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে মাঠে মেয়েকে নিয়ে আনন্দে মেতে উঠলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজা -এএফপি

সফরে টি-২০ সিরিজ জিতে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ জিতে প্রতিশোধ নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। এবার শুরু হয়েছে টেস্ট সিরিজ। গলে প্রথম টেস্ট তিন দিনেই শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ান বোলাররা বিধ্বংসী বোলিংয়ে নাজেহাল হয়ে তিন দিনেই হেরেছে শ্রীলঙ্কা। ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টটি আবার স্মরণীয় হয়ে থাকছে অফ স্পিনার নাথান লিওনের জন্য। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে অসি স্পিনার লিওন পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তির পেসার কপিল দেবকে। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লিওন এখন ১০ নম্বরে। ১০৯ টেস্টে তার উইকেট ৪৩৬টি। কপিলের উইকেট ১৩১ টেস্টে ৪৩৪টি। ১৩৩ টেস্টে ৮০০ উইটে নিয়ে সবার উপরে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন। অফ স্পিনার হিসেবে লিওনের উপরে রয়েছেন মুরলিধরন ছাড়াও ভারতের রবীচন্দন অশ্বিন, ৮৬ টেস্টে ৪৪২ উইকেট। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় লিওন তিন নম্বরে। কয়েক মাস আগে মারা যাওয়া শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে সবার উপরে। দুইয়ে থাকা পেসার গ্লেন ম্যাকগ্রার উইকেট ১২৪ টেস্টে ৫৬৩টি।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২১২ রান। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩২১ রানে। ১০৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিকরা। দুই অপ স্পিনার লিওন ও ট্রাভিস হেডের ঘূর্ণিতে ২২.৫ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। লিওন ৪ উইকেট নেন ৩১ রানের খরচে। হেড ১০ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট মামুলী ৫ রান। রমেশের ওভারের প্রথম দুই বল ডট ছিল। তৃতীয় বলে বাউন্ডারি ও চতুর্থ বলে ছক্কা মেরে খেলা শেষ করেন ডেভিড ওয়ার্নার। ২০১১ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জিতল অস্ট্রেলিয়া। ১১ বছর আগে সর্বশেষ টেস্ট জিতেছিল গলেই।

 

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ২১২ ও দ্বিতীয় ইনিংস, ১১৩/১০, ২২.৫ ওভার (নিশানকা ১৪, করুনারতেœ ২৩, মেন্ডিস ৮, ফার্নান্দো ১২, ধনাঞ্জয়া ১১, চান্দিমাল ১৩, ডিকভেলা ৩, রমেশ ০, ভ্যান্ডারসে ৮, এম্বুলদেনিয়া ০, আসিথা ৫*। নাথান লিওন ৪/৩১, সোয়েপসন ২/৩৪, হেড ৪/১০)।

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৩২১/১০, ৭০.৫ ওভার (উসমান খাজা ৭১, ডেভিড ওয়ার্নার ২৫, গ্রিন ৭৭, অ্যালেক্স কেয়ারি ৪৫, প্যাট কামিন্স ২৬। আসিথা ২/৩৭, ধনাঞ্জয়া ১/৮, রমেশ ৪/১১২, ভ্যান্ডারসে ২/৬৮) ও দ্বিতীয় ইনিংস, ১০/০, ০.৪ ওভার (ওয়ার্নার ১০*, খাজা ০)।

ফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : ক্যামেরন গ্রিন।

সর্বশেষ খবর