শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা
উইম্বলডন ২০২২

দুরন্ত গতিতে ছুটছেন নাদাল সোয়াটেক

মেয়েদের এককের শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সোয়াটেক ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন লেসলি প্যাটিনামাকে।

ক্রীড়া ডেস্ক

দুরন্ত গতিতে ছুটছেন নাদাল সোয়াটেক

উইম্বলডনে শিরোপার দিকে ছুটে চলেছেন পুরুষ এককের দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল এবং মেয়েদের এককের শীর্ষ বাছাই পোলিশ তরুণী ইগা সোয়াটেক। দ্বিতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন দুজনই। তৃতীয় রাউন্ড নিশ্চিত করার পথে রাফায়েল নাদাল চার সেটের লড়াইয়ে হারিয়েছেন লিথুনিয়ার রিকার্ডাস বেরানকিসকে। ম্যাচটা নাদাল জিতেছেন ৬-৪, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে। তৃতীয় সেটে হারলেও ম্যাচটা জিততে তেমন কোনো সমস্যা হয়নি স্প্যানিশ তারকার। মেয়েদের এককের শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সোয়াটেক ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন লেসলি প্যাটিনামাকে।

উইম্বলডনে কখনো চতুর্থ রাউন্ডের বেশি এগোতে পারেননি ইগা সোয়াটেক। গতবার তিনি চতুর্থ রাউন্ডে হেরে যান তিউনিসিয়ার মেয়ে ওনস জাবেয়ারের কাছে। গতবার মেয়েদের এককে উইম্বলডন জয় করেন অস্ট্রেলিয়ার মেয়ে অ্যাশলে বার্টি। তিনি টেনিসকে বিদায় জানিয়েছেন কয়েক মাস হয়ে গেল। ইগা সোয়াটেকই এখন মেয়েদের টেনিসের শীর্ষ তারকা। উইম্বলডনেও তিনিই ফেবারিট।

রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনে একক আধিপত্য বিস্তার করলেও উইম্বলডনে তেমন একটা সফলতা পাননি। এখানে তিনি দুই বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৮ সালে প্রথমবার। শেষবার ২০১০ সালে। ২০১১ সালে ফাইনাল খেললেও এখানে নাদাল হেরে যান নোভাক জকোভিচের কাছে। কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরে দারুণ ফর্মে আছেন নাদাল। এবার কি উইম্বলডন জিততে পারবেন তিনি!

এদিকে পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন গ্রিক তারকা স্টেফানোস সিতসিপাস। দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন জর্ডান থম্পসনকে। মেয়েদের এককে রুমানিয়ান মেয়ে সিমোনা হালেপ, বারবারা ক্রেজিকোভা এবং পেত্রা কেভিতোভাও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। তবে মেয়েদের এককের ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভা বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড খেলেই। তিন সেটের লড়াইয়ে তিনি হেরেছেন ব্রিটেনের কেটি বোল্টারের কাছে।

সর্বশেষ খবর