শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঋশাভ পান্থের সেঞ্চুরিতে বিপর্যয় রোধ ভারতের

ক্রীড়া ডেস্ক

ঋশাভ পান্থের সেঞ্চুরিতে বিপর্যয় রোধ ভারতের

নতুন অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। স্টোকসবাহিনী সেই আত্মবিশ্বাস নিয়ে বার্মিংহামে খেলতে নেমেছে ভারতের বিপক্ষে। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৫ উইকেট তুলে নিয়ন্ত্রণও নিয়েছিল। কিন্তু ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋশাভ পান্থ ও রবীন্দ্র জাদেজা জুটি বেঁধে বিপর্যয় রোধ করেন। ৯৮ রানে ৫ উইকেটের পর পান্থ-জাদেজা ষষ্ঠ উইকেট জুটিতে ২২২ রান যোগ করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। ৩১ টেস্ট ক্যারিয়ারে পান্থ তুলে নেন পঞ্চম সেঞ্চুরি। ১১১ বলে ১৯ চার ৪ ছক্কায় সাজনো ১৪৬ রানের ইনিংসটি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় এবং ঘরের বাইরে চতুর্র্থ সেঞ্চুরি। পান্থের সেঞ্চুরি ও জাদেজার হাফসেঞ্চুরিতে ভারতের সংগ্রহ প্রথম দিনে ৭ উইকেটে ৩৩৮ রান। জাদেজা ব্যাটিং করছিলেন ৮৩ রানে।

প্রায় এক বছর পর বার্মিংহামে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলছে ভারত ও ইংল্যান্ড । করোনা পজিটিভ হওয়ায় অধিনায়ক রোহিত শর্মা খেলছেন না। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন জশপ্রীত বুমরাহ। গতকাল ২৭.৫ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। সাবেক অধিনায়ক বিরাট কোহলি প্লেড অন হন ব্যক্তিগত ১১ রানে। ওপেনার শুভম গিল ১৭, চেতেশ্বর পুজারা ১৩, হনুমা বিহারী ২০ ও শ্রেয়াস আইয়ার ১৫ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন জেমস অ্যান্ডারসন এবং দুটি নেন ম্যাথু পটস। একটি করে নেন অধিনায়ক স্টোকস ও সাবেক অধিনায়ক জো রুট।

সর্বশেষ খবর