রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

স্মরণীয় ম্যাচে বুমরাহর ক্যারিশমা

স্মরণীয় ম্যাচে বুমরাহর ক্যারিশমা

একটু আগেই ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ড ব্রডকে লজ্জায় ডুবিয়েছেন। ব্যাট হাতে তার ওভার থেকে নিয়েছেন ৩৫ রান। তারপর বোলিংয়ে নেমে ইংল্যান্ডের প্রথম উইকেটটি শিকার করে উচ্ছ্বসিত জাস্প্রিত বুমরাহ।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি তার জন্য বিশেষ কিছু। এই ম্যাচে তিনি ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। স্মরণীয় এই ম্যাচেই ভারতের পেসার ব্যাট হাতে দেখা ক্যারিশমা। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের করা দলের ৮৪তম ওভারে নিয়েছেন ৩৫ রান। অথচ আগের ১৮ ওভাবে ব্রড দিয়েছিলন ৫৪ রান। এক ওভারেই ব্রডের বোলিং ফিগারকে যাচ্ছেতাই বানিয়ে দিলেন ভারতের নতুন অধিনায়ক। টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার নতুন রেকর্ড এটি। এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রান নেওয়ার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার। এবার তাকে ছাপিয়ে গেলেন বুমরাহ।

ব্রডের জন্য দিনটি ছিল খুবই লজ্জার। এর আগে একবার সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ইংলিশ এই পেসারের বিরুদ্ধে ৬ ওভারে ৬ ছক্কা হাকিয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। তবে এবার এক বোলারের হাতে মার খেয়ে লজ্জায় ডুবতে হলো ইংলিশ এই পেসারকে।

সর্বশেষ খবর