রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

ম্যাচে বৃষ্টির বাগড়া

ম্যাচে বৃষ্টির বাগড়া

টি-২০ সিরিজের শুরুতে বাগড়া দিয়েছে বৃষ্টি। গতকাল ডমিনিকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তিন সিরিজে প্রথম টি-২০ ম্যাচ এ রিপোর্ট লেখা পর্যন্ত শুরু হতে পারেনি। মাঠকর্মীরা বৃষ্টি শুকানো চেষ্টা করেও পেরে উঠছেন না। দুই আম্পায়ার বারবার মাঠে এসে পিচ দেখে সন্তুষ্ট হলেও আউট ফিল্ডে পানি জমে থাকায় খেলা শুরু করতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান মাঠ পরিদর্শন করেন। কিন্তু তারাও আউট ফিল্ড দেখে সন্তুষ্ট হতে পারেননি। টসও হয়নি। বল মাঠে না গড়ালেও বাংলাদেশের ক্রিকেটাররা হালকা অনুশীলন সেরে নিচ্ছিলেন। কেননা তারা আবহাওয়া খারাপ থাকার কারণে নির্ধারিত সময়ে উইন্ডসর পার্কে পৌঁছাতে পারেননি। তাই ম্যাচ বিলম্বিত হওয়ায় তাসকিন, মাহমুদুল্লাহরা নিজেদের গা গরম করে নিচ্ছিলেন। অন্যদিকে সাকিব, সোহান, লিটন দাসরা গ্যালারিতে বসে অলস সময় পার করছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্টেই শোচনীয় হার মেনেছে। মাহমুদুল্লাহ বলেছেন, ‘টেস্টে হারলেও টি-২০ সিরিজে আমরা ঘুরে দাঁড়াতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর