সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

সোহানের পাওয়ার হিটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো

‘সোহান টি-২০ সংস্করণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারে। পাওয়ারফুল ছেলে সে। ইনিংসের শেষ দিকে বিগ হিট করে। নতুন মাত্রা যোগ করছে সে আমাদের জন্য। যদিও বাজেভাবে আউট হয়েছে।’

ক্রীড়া প্রতিবেদক

সোহানের পাওয়ার হিটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো

টি-২০ ক্রিকেটে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারছেন না টাইগার ব্যাটাররা। প্রয়োজনে চার ছক্কা হাঁকাতে পারছেন না। ধুম ধারাক্কা চার-ছক্কা হাঁকাতে না পাওয়ার খেসারত গুনছে ২০ ওভারের ম্যাচে। সত্যিকার অর্থে, বড় বড় ছক্কা কিংবা প্রতিপক্ষের উপর চড়াও হয়ে আক্রমণাত্মক ব্যাটিং করার মতো ব্যাটারও নেই টাইগার স্কোয়াডে। এজন্য ব্যাটিং কোচ জেমি সিডন্স আফসোস করেছিলেন সিরিজ শুরুর আগে। বলেছিলেন, ‘বাংলাদেশ দলে  জশ বাটলার, মার্ক স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েলের মতো কোনো দীর্ঘকায় ক্রিকেটার নেই। নেই পাওয়ার হিটার।’ শনিবার রাতে ডোমিনিকা প্রজাতন্ত্রের রসেউর উইন্ডসর পার্কে প্রথম টি-২০ ম্যাচে একজন সত্যিকারের পাওয়ার হিটারের অভাব অনুভব করেছে টাইগাররা।

পরিত্যক্ত বৃষ্টি¯œাত ১৩ ওভারের ম্যাচে ৮ উইকেটে ১০৫ রান করে মাহমুদুল্লাহ বাহিনী। পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার-এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান দুই অংকের রান করেন। তিন ব্যাটারের মধ্যে সোহানের মধ্যেই ‘পাওয়ার হিটার’ খুঁজে পেয়েছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো! ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে সোহান ২৫ রান করেন ১৬ বলে ১ চার ও ২ ছক্কায়। একটি ছক্কার দৈর্ঘ্য ছিল ৯২ মিটার! নিকট অতীতে কোনো টাইগার ব্যাটারকে এতো বড় ছক্কা হাঁকাতে দেখা যায়নি। সোহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো বলেন, ‘সোহান টি-২০ সংস্করণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারে। পাওয়ারফুল ছেলে সে। ইনিংসের শেষ দিকে বিগ হিট করে। নতুন মাত্রা যোগ করছে সে আমাদের জন্য। যদিও বাজেভাবে আউট হয়েছে। তাকে ভালো ফর্মে দেখে ভালো লেগেছে। টেস্ট সিরিজের ফর্ম টি-২০ ক্রিকেটে বয়ে এনেছে।’ সোহান টানা দুই টেস্টে খেলেন হাফসেঞ্চুরির ইনিংস।

মাহমুদুল্লাহ বাহিনী টি-২০ ম্যাচ খেলতে নামে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে। ২০ ওভারের ম্যাচ খেলতে নামেন প্রায় ৩ মাস পর। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছিল টাইগাররা। এই বিরতি কাটিয়ে উঠতে একটু সময় লাগছে। প্রথম টি-২০ ম্যাচে ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করবেন শিষ্যরা, আত্মবিশ্বাসী টাইগার কোচ, ‘রিয়াদ, আফিফ সর্বশেষ ম্যাচ খেলেছেন মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকায়। সিরিজ যত এগোবে, তারা ভালো খেলবেন। প্রথম টি-২০ ম্যাচে ১৩ ওভারের মতো অনুশীলন করতে পেরে টি-২০ আবহে ফিরেছি। আমি নিশ্চিত, দ্বিতীয় ম্যাচে উন্নতি দেখবেন।’ পাঠক এই রিপোর্ট পড়ার সময় দ্বিতীয় ম্যাচের ফল জেনে যাবেন। প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ইনিংসের তৃতীয় বলেই হারায় মুনিম শাহরিয়ারকে। এনামুল ও সাকিব দ্বিতীয় উইকেট জুটিতে ১৮ বলে ৩৪ রান যোগ করেন। প্রথম ম্যাচে সাকিব আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৫ বলে ২ চার ও ২ ছক্কায় ২৯ রান করেন। সাড়ে ৬ বছর খেলতে নেমে এনামুল বিজয় ১০ বলে ৩ চারে ১৬ রান করেন। টেস্ট অধিনায়ক সাকিবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৬ রান করে বাংলাদেশ। সাকিবের বিদায়ের পর এই ধারাবাহিকতা পরে ধরে রাখতে পারেনি টাইগাররা। দলীয় ৭.৩ ওভারে দলীয় ৬০ রানে সাকিব বিদায় নেন। পরের ৩৩ বলে ৪৩ রান যোগ করতে টাইগাররা হারায় ৪ উইকেট। ১০৩ রান করতে সোহান ১৬ বলে ২৫ রান করেন এক চার ও ২ ছক্কায়। টাইগার কোচ সিরিজে ব্যাটারদের কাছ থেকে বড় স্কোর চান, ‘ব্যাটিং ইতিবাচক ছিল। সাকিব ভুল সময়ে আউট হয়েছে। সে নিজেও জানে এটা। কারও কাছ থেকে বড় স্কোর প্রয়োজন আমাদের। টি-২০ ম্যাচে ভালো করতে দরকার ভালো জুটি। ম্যাচে যখনই জুটি গড়ে উঠতে শুরু করেছিল, তখনই উইকেট হারিয়েছি।’

সর্বশেষ খবর