শিরোনাম
সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

আবাহনীর হারে শিরোপার কাছে কিংস

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর হারে শিরোপার কাছে কিংস

ফুটবলে কত কী ঘটে। যা অনেক সময় ভাবাও যায় না। টিভিএস পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগে সাইফ স্পোর্টিং দুর্দান্ত খেলছে। ম্যাচের পর ম্যাচ জিতছে। অথচ আগের ম্যাচে তারা হেরে যায় পয়েন্ট তালিকায় নিচে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে। আর সেই সাইফ কি না গতকাল ছেলেখেলা খেলল শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনীকে নিয়ে। মুন্সিগঞ্জ বীর শ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইফ ৪-২ গোলে জিতেছে। অথচ এই জয়টা আবাহনীর খুব জরুরি ছিল। আগের দিন কুমিল্লায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ১-১ গোলে ড্র করে মোহামেডানের সঙ্গে। সাইফকে হারাতে পারলে কিংসের

সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটা কমে আসত। উল্টো ম্যাচ হেরে ৭ পয়েন্টে পিছিয়ে গেল লিগে সর্বোচ্চ ছয়বার শিরোপা জেতা দলটি।

১৮ ম্যাচে কিংসের ৪৫ আর আবাহনী ৩৮-এ থাকল। যাক তাই বলে ধানমন্ডির দলটি শিরোপা রেস থেকে একেবারে আউট হয়ে যায়নি। পথটা বড্ড কঠিন হয়ে গেল তাদের জন্য। বসুন্ধরা কিংসের হ্যাটট্রিক শিরোপা ঠেকানোটা এখন সত্যিই বড় কঠিন হয়ে গেল। আবাহনীকে চ্যাম্পিয়ন হতে হলে সব ম্যাচ জিততে হবে। অন্যদিকে ২ ম্যাচ হার ও ১টি ড্র করলেই কিংসের স্বপ্ন শেষ। যদিও সব কঠিন প্রতিপক্ষ। তারপরও কিংস আট পয়েন্ট খোয়াবে তা অবিশ্বাস্য মনে হচ্ছে। আবাহনীর এই হারে বরং শিরোপা আরও কাছে এলো কিংসের। আবাহনী গতকাল সাইফের সামনে ছিল কোণঠাসা। ১০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আসরভের ক্রস গোলরক্ষক সোহেল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফিরতি বলে এমেকার পাস থেকে উদোকা প্লেসিং গোল করেন। ৩৪ মিনিটেই সমতায় ফিরে আবাহনী। কলিনড্রেসের কর্নারে দুর্দান্ত হেডে ব্যবধান ১-১ করেন ডরিয়েনটন। ৪০ মিনিটে সাজ্জাদের গোলে ফের এগিয়ে যায় সাইফ। ৬৫ মিনিটে রহিমউদ্দিন ও বাইসেঙ্গের গোলে ব্যবধান ৪-১ হয়। তবে শেষ মিনিটে পেনাল্টি থেকে সান্ত্বনার গোলটি করে কলিনড্রেস ব্যবধান কমান এই যা। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্টে সাইফের অবস্থান তিনেই থাকল। অন্য দিকে কুমিল্লায় শেখ জামাল ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের ওতাবেক জোড়া গোল করেন।

সর্বশেষ খবর