সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

চলে গেলেন স্কটল্যান্ডের গ্রেট গোরাম

ক্রীড়া ডেস্ক

ডেনিস কম্পটন ছিলেন একজন পুরোদস্তুর ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ৭৮টি। কম্পটন একজন ভালো ফুটবলারও ছিলেন। খেলেছেন আর্সেনালের হয়ে। স্কটল্যান্ডের অ্যান্ডি গোরাম নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। স্কটল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা গোরাম খেলেছেন রেঞ্জার্স ও ম্যানচেস্টার সিটির হয়ে। শুধু ফুটবল নয়, তিনি ক্রিকেটও খেলেছেন। দুটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন গোরাম। এই স্কটিশ ফুটবল গ্রেট ৫৮ বছর বয়সে মারা যান ক্যান্সারে। জাতীয় দলের হয়ে তিনি ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ১৯৯২ ও ১৯৯৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ছাড়াও ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ খেলেন। ক্রিকেটে তিনি ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম পেসার। দুটি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ৪৮ ও উইকেট ২টি। দুটি লিস্ট ‘এ’ ম্যাচে ২১ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৩টি।

সর্বশেষ খবর