মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ইতিহাসের বড় জয় রহমতগঞ্জের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রাচীনতম দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ক্লাস। ফুটবলে তাদের বড় সাফল্য হচ্ছে লিগে একবার রানার্স আপ ও ফেডারেশন কাপে একবার রানার্সআপ। সেই রহমতগঞ্জই নতুন এক ইতিহাস গড়ল। স্বাধীনতার পর সবচেযে বড় জয় পেয়েছে তারা। গতকাল মুন্সীগঞ্জ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার লিগের ম্যাচে ৭-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রকে। এবারে লিগতো বটেই স্বাধীনতার পর পুরনো ঢাকার দলটি এত বড় ব্যবধানে জেতেনি। রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা দুদলই রেলিগেশনের শঙ্কায় রয়েছে। এই জয়ে নবম স্থানে রহমতগঞ্জ উঠে এলেও ১১ নম্বরে আছে মুক্তিযোদ্ধা। ২৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় রহমতগঞ্জ। ফিলিপ আদজাহ গোলটি করেন। ৩৭ মিনিটে ব্যবধান ২-০ করেন সানডে চিজোবা। বিরতির আগেই ওবায়দুর রহমান নবাব ১টি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে অন্য রহমতগঞ্জের দেখা মিলে। ৬৮ মিনিটে আলামিন, ৮০ মিনিটে চতুর্থ গোলটি করেন ল্যান্সিনতোরে। ৮৬ মিনিটে আশরাফুল, ৮৯ মিনিটে পেনাল্টি থেকে সানডে চিজোবা ও দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে ফিলিপ রহমতগঞ্জের পক্ষে সপ্তম গোল করেন। দিনের অপর ম্যাচে পুলিশ ১-০ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে।

সর্বশেষ খবর