মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
উইম্বলডন ২০২২

মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন?

ক্রীড়া ডেস্ক

মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন?

উইম্বলডনে মেয়েদের এককে নতুন নতুন তারকার দেখা মিলছে। কোয়ার্টার ফাইনালের আগেই মেয়েদের এককে শীর্ষ ১০ বাছাইয়ের আট জন বিদায় নিয়েছেন। টিকে আছেন কেবল তৃতীয় বাছাই তিউনিসিয়ার মেয়ে ওনস জাবেয়ার (কোয়ার্টার ফাইনাল)। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে টিকে আছেন কেবল রুমানিয়ার মেয়ে সিমোনা হালেপ (কোয়ার্টার ফাইনাল)। তিনি গত রাতে পাওলা বাডোসাকে চতুর্থ রাউন্ডে হারিয়েছেন। তাহলে কী এবার নতুন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের দেখা মিলবে উইম্বলডনে?

গত কয়েক বছর নতুন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের দেখা মেলেনি উইম্বলডনে। অ্যাশলে বার্টি (২০২১), সিমোনা হালেপ (২০১৯), অ্যাঞ্জেলিক কারবার (২০১৮), গারবিন মুগুরুজা (২০১৭), সেরেনা উইলিয়ামস (২০১৫ ও ২০১৬) এবং পেত্রা কেভিতোভারা উইম্বলডন জয়ের আগেই কোনো না কোনো গ্র্যান্ড স্লাম জিতেছেন। সর্বশেষ নতুন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন দেখেছিল অল ইংল্যান্ড টেনিস ক্লাব ২০১৩ সালে। সেবার ফাইনালে সেবাইন লিসিকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ফ্রান্সের মারিয়ন বারতোলি। চলমান উইম্বলডনে চতুর্থ রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যারা টিকে আছেন তাদের মধ্যে সাবেক চ্যাম্পিয়ন কেবল সিমোনা হালেপ (১৬তম বাছাই)। তিনিও কতক্ষণ টিকে থাকবেন বলা কঠিন। বাকিদের মধ্যে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সেরা অর্জন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভার। তিনি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনাল খেলেছেন। বাকিরা কেউই কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই কোয়ার্টার ফাইনালের সামনে যেতে পারেননি। মেয়েদের এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিউনিসিয়ার ওনস জাবেয়ার, চেক প্রজাতন্ত্রের ম্যারি বোজকভা, জার্মানির তাতিয়ানা মারিয়া এবং জুলি নিমিয়ার।

উইম্বলডনে মেয়েদের এককের শীর্ষ বাছাই ইগা সোয়াটেক তৃতীয় রাউন্ডে, দ্বিতীয় বাছাই অ্যানেট কন্টাভেট দ্বিতীয় রাউন্ডে, পঞ্চম বাছাই মারিয়া সাক্কারি তৃতীয় রাউন্ডে, ষষ্ঠ বাছাই ক্যারোলিনা প্লিসকভা দ্বিতীয়   রাউন্ডে, সপ্তম বাছাই ড্যানিয়েল কলিন্স প্রথম রাউন্ডে, অস্টম বাছাই জেসিকা পেগুলা তৃতীয় রাউন্ডে,  নবম বাছাই গারবিন মুগুরুজা   প্রথম রাউন্ডে এবং দশম বাছাই   এমা রাডুকানু দ্বিতীয় রাউন্ড খেলে বিদায় নিয়েছেন। মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন এবার কে হবেন?

পুরুষ এককে অবশ্য পুরনোরাই আধিপত্য ধরে রেখেছেন। শীর্ষ দুই বাছাই নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল ছুটে চলেছেন ফাইনালের দিকে। শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে এছাড়াও টিকে আছেন ক্যামেরন নোরি (নবম) এবং জ্যানিক সিনার (দশম)।

সর্বশেষ খবর