মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফেরির বদলে টাইগারদের বিমানযাত্রা

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দুটি শেষ হয়েছে। প্রথমটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৩৫ রানে। দুটি ম্যাচই হয়েছে ডমিনিকার উইন্ডসর পার্কে। টি-২০ সিরিজ খেলতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় যেতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। ফেরিতে ভীতিকর সেই সমুদ্র যাত্রার পর তৃতীয় টি-২০ খেলতে বিমানে চড়েছে সাকিবরা। ৭ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শেষ টি-২০ ম্যাচটি হবে। এখানেই বসবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ফেরিতে সাগরের বিশাল ঢেউয়ে বেশ ক’জন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন। কারো কারোর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এ অবস্থায় কারো কারোর টি-২০ খেলা অনিশ্চিত হয়ে পড়ে। তবে সুস্থ হয়ে উঠলে সমস্যা হয়নি।

ক্রিকেটাররা ঝুঁকির মধ্যে পড়ায় সমালোচিত হচ্ছিল বিসিবি। শেষ পর্যন্ত বিসিবিই নাকি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে বিশেষভাবে বিমানের ব্যবস্থা করে। আজ প্রভিডেন্স স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে নামার কথা। সিরিজে হার এড়াতে বাংলাদেশকে জিততেই হবে।

সর্বশেষ খবর