শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

‘ওরা জেনেটিক্যালি অনেক পাওয়ারপুল’

ক্রীড়া প্রতিবেদক

‘ওরা জেনেটিক্যালি অনেক পাওয়ারপুল’

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ- দুই দলের মধ্যে বড় পার্থক্য হচ্ছে ব্যাটিংয়ে। যে কারণে ক্যারিবীয়দের বিরুদ্ধে ২০০ রানও নিরাপদ নয়, কিন্তু বাংলাদেশের জন্য দেড় শ পার করাই কঠিন। ম্যাচ শেষে বাস্তবতাই তুলে ধরলেন লিটন দাস, ‘ওরা জেনেটিক্যালি অনেক পাওয়ারপুল,  যেটা আমি নই বা আমাদের দলের কেউ নয়। তারা যে কোনো সময় চাইলেই বড় মাঠে শট খেলতে পারে, ছয় মেরে দিতে পারে। আমরা বা আমাদের দলের কারও সেই সামর্থ্য নেই। আমরা ব্যাটিংয়ে সবসময় চেষ্টা করি চার মারার জন্য। আমাদের খেলায় চার বেশি হয় ওদের তুলনায়, ওরা ছয় বেশি মারে। এখানে অনেক পার্থক্য থাকে।’

শেষ টি-২০তে লিটন খেলেছেন ৪১ বলে ৪৯ রানের ইনিংস। তবে এ সময়ে টি-২০র জন্য মোটেও মানানসই নয়। কেন না আন্তর্জাতিক টি-২০তে স্টাইকরেট দেড় শ-র বেশি না হলে কি আর হয়! কারণ পাওয়ার প্লেতে ওপেনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন ফিল্ডিং রেস্ট্রিকশনের জন্য। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের যে পারফরম্যান্স তাতে লিটনের ১২০ স্টাইকরেটের ইনিংসকে খারাপ বলার উপায় নেই।

পাওয়ার হিটারের অভাবেই টি-২০তে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

তবে কাল বোলিংয়েও বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়। প্রথম ওভারে সাকিব ৪ রানে একটি উইকেট নেন। এর পর উইন্ডিজ ব্যাটসম্যান পুরান ও মেয়ার্স তাণ্ডব চালিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। কিন্তু এই কঠিন মুহূর্তেও দ্বিতীয় ওভারের জন্য  সাকিবের হাতে বল তুলে দেওয়া হয়নি কেন? দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লিটন জানালেন, ‘এটা অধিনায়কের সিদ্ধান্ত। তিনি দল পরিচালনা করেন।’

সর্বশেষ খবর