শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

তামিমে আরও উজ্জ্বল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

তামিমে আরও উজ্জ্বল বাংলাদেশ

স্কোর তখন সমান, ১০৮। উইনিং শট নেবেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। নন স্ট্রাইক অ্যান্ডে দাঁড়ানো লিটন দাস কী যেন বললেন অধিনায়ককে। মাথা নেড়ে সম্মতি জানান তামিম। বাঁ হাতি ক্যারিবীয় স্পিনার মোতির টানা দুই বলে চেষ্টা করলেন জয়সূচক রান নিতে। মিস করেন। ওভারের চতুর্থ বলে আর মিস করেননি। স্ট্রেট ড্রাইভে বল সীমানা ছাড়া করেন টাইগার অধিনায়ক। ওই বাউন্ডারিতে ১৭৬ বল হাতে রেখে ৯ উইকেটে আকাশসমান ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে সিরিজ। ওই বাউন্ডারিতে ক্যারিয়ারের ৫৩ নম্বর হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। বাঁ হাতি ওপেনার নেতৃত্ব পাওয়ার পর ওয়ানডেতে আমূল বদলে যায় টাইগাররা। এ নিয়ে টানা ‘পঞ্চম’ ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তামিমের নেতৃত্বে সর্বশেষ ৭ সিরিজে ৬টিই জিতেছে টাইগাররা। শুধু মাঠে থেকে নেয়, পারফরম্যান্স করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো মুগ্ধ তামিমের দল পরিচালনায়, ‘তামিম এমন একজন, ছেলেরা যার সঙ্গ পছন্দ করে। সে নিজে পারফর্ম করে। নেতা হিসেবে যা মূল কাজগুলোর একটি। সে আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। কিছু অধিনায়ক নেতৃত্ব দেন নিজের খেলার ধরন দিয়ে। সে পারফরম্যান্স করে দলকে নেতৃত্ব দেয়।’

তামিমের নেতৃত্বে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। দারুণ খেলছেন তামিমও। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-২০ সিরিজে বিধ্বস্ত হয়েছে টাইগাররা। সেই ধাক্কা সামলে ওয়ানডে সিরিজে নতুনভাবে নিজেদের মেলে ধরতে চেয়েছে তামিম বাহিনী। ১৬ জুলাইয়ের ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে তামিম বলেন, ‘টেস্ট ও টি-২০ সিরিজ হারের পর সাজঘরের অবস্থা ভালো ছিল না। আমরা সবাই চেয়েছিলাম সেই অবস্থা থেকে বের হতে। ওয়ানডেতে আমরা বরাবরই ভালো খেলি। সবাই মিলে চেষ্টা করলাম নিজেদের মেলে ধরতে। সবার মিলিত ফলই আমরা পাচ্ছি।’ ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১০ ওয়ানডে জিতেছে টাইগাররা। ৯টিই রান তাড়া করে এবং ১২০ রানের পর্বতসমান ব্যবধানে। ১০ জয়ের ৬টিই দেশের বাইরে। ২০১৯ সালে ডাবলিনে ৩টি, টনটনে বিশ্বকাপের ম্যাচে এবং গায়ানার প্রোভিডেন্সে টানা দুই জয়। ক্যারিবীয়দের বিপক্ষে টানা জয় শুরু ২০১৮ সালের ১৪ ডিসেম্বর, সিলেটে।

দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। মাশরাফি ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৫০টি। শতাংশের হার ৫৮.১৩। শতাংশের হারে দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক তামিম। ২৩ ম্যাচে জয় ১৪। শতাংশের হার ৬০.৮৬। দলকে দারুণ নেতৃত্ব দিয়ে সাফল্য পাচ্ছেন। তারপরও প্রতিটি ম্যাচেই শিখছেন বলেন তামিম, ‘অধিনায়ক হিসেবে আমি এখনো শিখছি। অনেক কিছু শিখছি। আমি অবশ্যই আত্মবিশ্বাসী, না হলে তো এই কাজে থাকতাম না।’ একইসাথে নিজেকে যোগ্য মনে না করলে সরে দাড়াতে সময়ক্ষেপণ করবেন না বলেন টাইগার অধিনায়ক, ‘আমি সবসময় একটা কথা বলি, যখন মনে করব আমি যোগ্য নই, কিংবা সৎভাবে কাজটা করতে পারছি না, তখন আমি হাত তুলে আমার জায়গা ছেড়ে দেব। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ভালো। পরবর্তীতে দেখা যাক কী হয়।’

সর্বশেষ খবর