শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

হকি যাচ্ছে পদ্মার ওপার

ক্রীড়া প্রতিবেদক

হকিপ্রেমীদের জন্য বড় সুখবরই বলা যায়। জনপ্রিয় এই খেলা শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না চলে যাচ্ছে পদ্মার ওপারের জেলাগুলোতেও। এমন সুখবরটি দিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ। তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু হয়ে গেছে। হকির উন্নয়নে তা কাজে লাগাতে হবে। এটা কারও অজানা নয় ফরিদপুরকে এক সময় হকির জেলা বলা হতো। দেশের অসংখ্য তারকা সৃষ্টি হয়েছে এ জেলা থেকে। ফরিদপুর ছাড়া জাতীয় দল ভাবাই যেত না। সেই জেলায় এখন শুধুই শূন্যতা। হকি খেলতে যেন ভুলে গেছে। আমরা চাই ফরিদপুরকে নতুনভাবে জাগাতে। ফরিদপুর জাগলে আশপাশ জেলাতেও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। হকিতে ফিরবে নতুন প্রাণ। দেখা মিলবে নতুন নতুন মুখ।’ ইউসুফ জানান, শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার কারণে এসব জেলায় হকি হারাতে বসেছিল। যদিও কাজটি কঠিন ও প্রচুর অর্থের প্রয়োজন, তারপরও আমরা পরিকল্পনা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আশা করি তিনি হকিতেও এগিয়ে আসবেন। ঢাকার বাইরে টার্ফ জরুরি হয়ে পড়েছে। নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আমরা জায়গা খুঁজব। ফরিদপুরে টার্ফ বসলে আশপাশের ছেলেরা খেলার সুযোগ পাবে। যশোরও হকিতে ভালো অবস্থান ছিল। যাতায়াতের কারণে ঢাকায় এসে টার্ফে অনুশীলন করা অসম্ভব ছিল। ফরিদপুরে টার্ফ বসলে বদলে যাবে হকির চিত্র।

সবার সঙ্গে আলোচনা করেই ফেডারেশন এগোবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর