শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

এক টুইটে ক্রিকেট বিশ্ব তোলপাড়

কোহলির সমর্থনে বাবর

ক্রীড়া ডেস্ক

এক টুইটে ক্রিকেট বিশ্ব তোলপাড়

ব্যাট হাতে এক সময় ক্রিকেট বিশ্ব শাসন করেছেন। এখন ছন্দ হারিয়েছেন। ২০১৯ সালের পর গত ৭৭ ইনিংসে কোনো তিন অঙ্কের ইনিংস নেই ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। ফর্ম হারানোয় ভারতীয় ক্রিকেট দলের টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের নেতৃত্বও হারিয়েছেন। ছন্দ হারিয়ে কোহলি এখন স্কোয়াড থেকে বাদ পড়ছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ৫ ম্যাচের টি-২০ স্কোয়াডে জায়গা হয়নি তার। অনেকেই অন্ধকার ভবিষ্যৎ দেখছেন সাবেক অধিনায়কের। এমন কঠিন সময়ে কোহলির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক একটি টুইট করেছেন। তার টুইট এখন ভাইরাল। অথচ এ দুজনকে এক সময় পরস্পরের প্রতিদ্বন্দ্বী ভাবা হতো ক্রিকেট বিশ্বে। বাবর পরশু রাতে টুইট করেন। হ্যাশট্যাগে কোহলির নাম সংযুক্ত করে পাকিস্তান অধিনায়ক লেখেন, ‘এই বাজে সময়ও কেটে যাবে। শক্ত থাকো।’ আইসিসির টুইটার পেজ থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার পেজেও বাবরের এ টুইট শেয়ার করা হয়। এর আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও পাশে দাঁড়িয়েছেন। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো রোহিত বলেন, ‘দীর্ঘদিন কেউ ধারাবাহিকভাবে রান করার পর দু-একটা সিরিজ কিংবা দু-এক বছর রান না পেলেও তাঁর অবদান অস্বীকার করা যায় না। বিরাট কোহলির গুরুত্ব আমরা জানি। বিশেষজ্ঞরা তার বাজে ফর্ম নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু আমাদের কাছে এসবের মূল্য নেই।’ ১০২ টেস্টে ২৭ সেঞ্চুরিতে ৮০৭৪ রান, ২৬১ ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরিতে ১২৩২৭ রান ও ৯৯ টি-২০ ম্যাচে ৩৩০৪ রান করেছেন। শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি স্পর্শ করার খুব কাছে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি ৭০টি।

সর্বশেষ খবর