শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

পয়েন্ট হারাল শেখ রাসেল

রাশেদুর রহমান, গোপালগঞ্জ থেকে

পয়েন্ট হারাল শেখ রাসেল

একের পর এক গোলের সুযোগ তৈরি করছেন চার্লস দিদিয়েররা। পেছন থেকে বল সাপ্লাই করছেন মানিক মোল্লা-রহমত মিয়ারা। কিন্তু ফরোয়ার্ড লাইনে এসেই সব তালগোল পাকিয়ে ফেলছেন জুয়েল-আকিনাদেরা। দারুণ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তারা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গোলের সুযোগ হারিয়ে পয়েন্ট হারাল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বিপিএল ফুটবলের ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল।

ম্যাচের শুরু থেকেই গোল করার দারুণ সুযোগ তৈরি করে শেখ রাসেল ক্রীড়া চক্র। ষষ্ঠ মিনিটে দিদিয়ের ডি বক্সের বেশ কয়েক গজ বাইরে থেকে ফ্রি কিকে দূরন্ত শট নেন। মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাজিব বাম দিকে অনেকটা লাফিয়ে পড়ে গোলপোস্ট বাঁচান। ২২তম মিনিটে ডি বক্সের ভিতরে দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন জুয়েল। আকিনাদের পাসে বল পেয়ে সময় বেশি নেওয়ায় মুক্তিযোদ্ধার ডিফেন্ডাররা ছুটে এসে তাকে বাধা দেন। এরপর আর শটটাই নিতে পারেননি জুয়েল। ৫৮ মিনিটের প্রথমার্ধ্ব গোলশূন্য ড্রতেই শেষ হয়। রেফারির এক সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধা বিতর্কে জড়িয়ে পড়ায় প্রথমার্ধ্বের মাঝখানে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। এ কারণে প্রথমার্ধ্বে ১৩ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন রেফারি।

দ্বিতীয়ার্ধ্বের শুরুতেও গোলের দারুণ সুযোগ পায় শেখ রাসেল। রহমতের কর্নার কিকে ছোট ডি বক্সে বল পেয়ে যান জুয়েল। অনেকটা ঝুঁকে হেডও নেন তিনি। তবে তা গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধ্বে মুক্তিযোদ্ধাও আক্রমণ করে। ৬৮তম মিনিটে দারুণ একটা আক্রমণ থেকে শেখ রাসেলকে বাঁচান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। কাউন্টার আক্রমণে ডি বক্সের ভিতর থেকে জোরালো শট নেন মুক্তিযোদ্ধার সুদি আবদুল্লাহ। রানাকে একা পেয়েছিলেন তিনি। তবে শটটা রুখে দেন রানা। ৭১তম মিনিটে দিদিয়েরের পাসে ডি বক্সের ভিতর থেকে গোলের সুযোগ পেয়েছিলেন জুয়েল। কিন্তু এবারেও ব্যর্থ হন তিনি। ম্যাচ শেষে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বললেন, ‘আমাদের গোল স্কোরারের বড় অভাব। এ কারণেই ম্যাচে পয়েন্ট হারালাম। আমরা তো কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলাম। তবে গোল করতে পারল না কেউ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর