শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

এশিয়া কাপ আয়োজনে ‘আত্মবিশ্বাসী’ শ্রীলঙ্কা

চরম অর্থনৈতিক সংকটে ডুবে আছে শ্রীলঙ্কা। অচল হয়ে গেছে জীবনযাত্রা। রাজনৈতিক পরিস্থিতি অচল। জনগণ দখল করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতির বাসভবন। পালিয়ে গেছেন রাষ্ট্রপতি। চরম সংকটে থাকার পর দেশটির ক্রিকেট বোর্ড ছয় জাতির এশিয়া কাপ আয়োজনে আত্মবিশ্বাসী। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গতকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। ২৭ আগস্ট শুরুর কথা এশিয়া কাপ। এশিয়া কাপ আয়োজন নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট সচিব মোহন ডি সিলভা জানান, আন্দোলনের বাইরে রয়েছে ক্রিকেট।

সে জন্য সফলভাবে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তনটি টি-২০ খেলেছে অস্ট্রেলিয়া। দুটি টেস্ট ম্যাচ সিরিজ খেলতে পাকিস্তান এসেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ আয়োজনে আত্মবিশ্বাসী বলেন শ্রীলঙ্কা ক্রিকেট সচিব, ‘আমরা শ্রীলঙ্কায় এ টুর্নামেন্ট আয়োজনের ব?্যাপারে খুব আত্মবিশ্বাসী। দেশের মাটিতে সিরিজ খেললাম। গলে দুটি টেস্ট ছিল।’ এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। আসরের মূল পর্ব ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর। বাছাইপর্ব ২০-২৬ আগস্ট।  মূল পর্বে পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে বাছাইপর্ব টপকে আসা দল খেলবে।

সর্বশেষ খবর