রবিবার, ১৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

রেকর্ড গড়েও হিটে নামা হলো না ইমরানুরের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েন ইমরানুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওরিগনে ১০০ মিটার দৌড়ে প্রিলিমিনারি রাউন্ডে বাছাইয়ে টিকে পৌঁছে যান পরের রাউন্ডে। যা ছিল বাংলাদেশের কোনো অ্যাথলেটের প্রথম কৃতিত্ব। দুর্ভাগ্য ইমরানুরের। গতকাল ভোরে তার ১০০ মিটার দৌড়ে হিটে নামার কথা ছিল। কিন্তু ওয়ার্মআপের সময় কুচকিতে টান পড়ায় তার আর ট্রাকে নামা হলো না। না দৌড়েই বিদায় নিলেন দেশের এ দ্রুততম মানব।

যুক্তরাষ্ট্রে ইমরানুরের সঙ্গে যাওয়া অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু হোয়াটস আপে চোটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওয়ার্মআপের সময় ওর ডান কুচকিতে টান লাগে। এরপর এখানকার চিকিৎসককে দেখাই। চিকিৎসকের পরামর্শে তাকে ট্র্যাকে নামতে দিইনি। কারণ দৌড়ালে আরও বড় ধরনের ইনজুরি হওয়ার ঝুঁকি থাকত। কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসের কথা ভেবে ইমরানুরকে বিশ্রামে দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর