মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

৭৪ বছরে বসুন্ধরাই প্রথম

রাশেদুর রহমান, মুন্সীগঞ্জ থেকে

৭৪ বছরে বসুন্ধরাই প্রথম

-রোহেত রাজীব

ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। ১৯৪৮ সালে পর্দা ওঠার পর ৭৪ বছরের ঘরোয়া ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে দলটি। অভিষেকের পর থেকে টানা তিনবার লিগ শিরোপা জয় করেছে। এমন দারুণ এক ইতিহাসের উৎসবটা তো বাঁধভাঙা হবেই। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংস-সাইফ স্পোর্টিং ম্যাচটা শেষ হতেই মাঠে প্রবেশের গেটে জটলা বাঁধায় সমর্থকরা। সাইফ স্পোর্টিংয়ের ফুটবলারদের মাঠ ছাড়ার পথ করে দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের। জামাল ভূঁইয়ারা মাঠ ছাড়তেই উৎসবমুখর সমর্থকরা দলে দলে মাঠে প্রবেশ করেন। সবুজ মাঠের মাঝখানে গোল হয়ে নৃত্য করতে শুরু করেন তারা। খালেদ শাফি, রবসন রবিনহো, মতিন মিয়াদের সঙ্গে হাত মিলিয়ে ছবি তুলে নিজেদের আনন্দের প্রকাশ ঘটান। অস্কার ব্রুজোনকে নিয়ে উৎসবে মেতে উঠেন বসুন্ধরা কিংসের সব ফুটবলার ও অফিশিয়ালরা।

সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে লিগে বসুন্ধরা কিংস ২০ ম্যাচে ৫১ পয়েন্ট সংগ্রহ করল। দুইয়ে থাকা আবাহনীর সংগ্রহ ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট। হাতে থাকা তিন ম্যাচ জিতলেও তারা আর বসুন্ধরা কিংসকে স্পর্শ করতে পারবে না। দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন রবসন রবিনহোরা।

ঢাকার ফুটবলে কত নামজাদা ফুটবলাররা খেলেছেন। এমেকা, নালজেগার, হেজাজি, রহিমভ। স্বাধীনতার আগেও ওমর, মুসাদের মতো ফুটবলাররা ঢাকায় নাম কুড়িয়েছেন। ওয়ান্ডারার্স, মোহামেডান, আবাহনীর মতো ক্লাব কত কীর্তিই না গড়েছে। কিন্তু গত ৭৪ বছরের ইতিহাসে কখনো কেউ এমনটা করে দেখাতে পারেনি। বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগে অভিষেকের পর টানা তিন বার চ্যাম্পিয়ন হয়ে অভূতপূর্ব এক ইতিহাসেরই সূচনা করল। উন্মোচন করল এক নতুন দিগন্ত। ঢাকার ফুটবলে এর আগে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা আছে চারটি। ওয়ান্ডারার্স ১৯৫৩, ১৯৫৪ ও ১৯৫৫ সালে চ্যাম্পিয়ন হয়। আবাহনী দুইবার হ্যাটট্রিক শিরোপা জয় করে- ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে এবং পেশাদার লিগ শুরু হওয়ার পর ২০০৭, ২০০৮-০৯ ও ২০০৯-১০ সালে। মোহামেডান টানা তিনবার চ্যাম্পিয়ন হয় ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৮৮ সালে। তবে কোনো দলই অভিষেকেই টানা তিনবার চ্যাম্পিয়ন হতে পারেনি।

এমন এক ইতিহাস গড়ার পর অস্কার ব্রুজোন আবেগী কণ্ঠে বললেন, ‘আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি। মৌসুমজুড়ে আমাদের ফুটবলাররা কঠোর পরিশ্রম করেছে। এরই প্রমাণ দিয়েছি আমরা মাঠে।’ তপু বর্মণ লিগের শুরু থেকেই খেলতে পারেননি। জনাথন ফার্নান্দেজও প্রথমার্ধ্বের শুরুতে ইনজুরির কারণে খেলতে পারেননি। নানা সমস্যার পরও অস্কার ব্রুজোন দলকে এগিয়ে নিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার পর তাই তার আবেগ কোনো বাঁধ মানল না। রবসন রবিনহো, আনিসুর রহমান জিকোরাও আবেগের জোয়ারে ভাসছিলেন। মৌসুমজুড়ে কিংসের গোলবারের সামনে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন তিনি। অসংখ্য গোল বাঁচিয়েছেন। ম্যাচের পর জানালেন, ‘আমি অনেক আনন্দিত। বসুন্ধরা কিংসের সঙ্গে তিনটি শিরোপা জয় করলাম। তবে আমার কাছে এবারের ট্রফিটাই সেরা। কারণ, এবার লিগ অনেক কঠিন ছিল।’

টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে দারুণ এক রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। পাশাপাশি আরও একটা সুখবর আছে ক্লাবটির ভক্তদের জন্য। সামনের মৌসুমে এশিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে অস্কার ব্রুজোনের দল। ২০০২ সালে নতুন ফরম্যাটে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব এশিয়ান ক্লাব ফুটবলের সেরা এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করল। এর আগে এই টুর্নামেন্টের নাম ছিল এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ। ১৯৮০ ও ১৯৯০’র দশকে বেশ কয়েকবার সেই টুর্নামেন্টে খেলেছে মোহামেডান।

বসুন্ধরা কিংসের সামনে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মিশন। সামনের বছর তারা এশিয়ার সেরা ক্লাব প্রতিযোগিতায় লড়াই করবে। সেখানেও সফল হতে চায় দলটি। কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, ‘দেশে আমরা সাফল্য পেয়েছি। এবার এশিয়ান লেভেলেও সফলতা পেতে চাই।’

 

প্রথম গোল

ম্যাচের ২৮ মিনিটে গোল করেন বসুন্ধরা কিংসের মতিন মিয়া। ডি বক্সের বাম পাশ থেকে মিগেল ফিগেইরার পাসে ডি বক্সের ভিতরে বল পান তিনি। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে জালে জড়ান মতিন মিয়া। মতিন মিয়ার ঠাণ্ডা মাথার এমন দারুণ গোল দেখে ডাগ আউটে উল্লাসে ফেটে পড়েন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

 

দ্বিতীয় গোল

ম্যাচের ৮১ মিনিটে কিংসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বিপলু আহমেদ। মতিন মিয়ার পরিবর্তে তিনি মাঠে নামেন ৭৯ মিনিটে। এর দুই মিনিট পরই বল জালে জড়ান বিপলু। ডি বক্সের লাইনে সাইফের ডিফেন্ডার ও বসুন্ধরার নুহা মারঙের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ির এক পর্যায়ে বল নিয়ন্ত্রণে নেন বিপলু। কিছুটা সামনে এগিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর