রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

অনিশ্চয়তায় প্রথম বিভাগ হকি লিগ

ক্রীড়া প্রতিবেদক

আগস্ট মাসে প্রথম বিভাগ হকি লিগ টার্ফে গড়াবে। এমনটিই বলেছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ। এখন আগস্ট তো দূরের কথা কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম বিভাগ লিগ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে ক্লাবগুলোর সঙ্গে বসার। তাদের সম্মতির ওপর নির্ভর করছে দলবদল ও লিগ শুরুর। কবে কমিটি বসবে তার কোনো তারিখ নির্ধারণ হয়নি। গত কয়েক বছর ধরেই প্রথম বিভাগ লিগ ঝুলে আছে। অনেক খেলোয়াড়ই বেকার হয়ে বসে আছেন। এ দিকে দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিভাগ লিগেরও দেখা নেই। এরপর আবার প্রিমিয়ার লিগ এ বছর গড়াবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। সব কিছুতেই হ-য-ব-র-ল অবস্থা।

কিছু আগে এক টেলিভিশনের মাধ্যমে মো. ইউসুফ বলেন, তিনি ঠান্ডা মাথায় কাজ করতে পারছেন না। নানা রকম বাধা পাচ্ছেন। এতেই ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। এই যদি হয় অবস্থা তাহলে হকির চাকা সচল থাকবে কিভাবে?

সর্বশেষ খবর