সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহান

‘নেতৃত্ব পাওয়া অবশ্যই গর্বের। সামনে যে চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে চিন্তা-ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। দল হিসেবে সেরাটা দেওয়াই লক্ষ্য।’

ক্রীড়া প্রতিবেদক

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহান

আলোচনায় ছিলেন সাকিব আল হাসানও। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট নেতৃত্ব ফিরে পান দেশ সেরা অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে টি-২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে টেস্ট অধিনায়কের কথা ভাবছে বিসিবি। তবে জিম্বাবুয়ে সফরে সাকিব না যাওয়ায় বিসিবি টি-২০ অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নেয়। অধিনায়কের দায়িত্ব পেয়ে গতকাল মিডিয়ার মুখোমুখিতে নিজেকে মেলে ধরেন নুরুল হাসান সোহান। আগামীকাল জিম্বাবুয়েতে ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ। তার আগে মিডিয়ার মুখোমুখিতে নেতৃত্বকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন সোহান, ‘নেতৃত্ব পাওয়া নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছি। অবশ্যই এটা গর্বের ব্যাপার। এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ আমার জন্য।’ জিম্বাবুয়ে সফরে টাইগাররা টি-২০ তিনটি খেলবে যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের অধিনায়ক সোহান। তাই দূর ভবিষতের দিকে তাকাচ্ছেন না, ‘এক সিরিজের জন্য আমি নেতৃত্ব পেয়েছি, আমার ভাবনা এই তিন ম্যাচ নিয়ে। আমরা কীভাবে এখানে ভালো করতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। টি-২০তে জিতব, এমন কোনো কথা নেই। চেষ্টা থাকবে শতভাগ দিতে।’

টি-২০ ফরম্যাটে সোহান তৃতীয় উইকেটরক্ষক অধিনায়ক। খালেদ মাসুদ পাইলট টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু টি-২০ ফরম্যাটে অধিনায়ক ছিলেন না। সে হিসেবে টি-২০ ফরম্যাটে প্রথম অধিনায়ক মুশফিকুর রহিম। ২০১১-১৪ সাল পর্যন্ত ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টি জিতেছেন মুশফিক। ২০২১ সালে লিটন দাস একটিতে নেতৃত্ব দিয়ে হেরেছেন। ৭ টেস্ট, ৬ ওয়ানডে ও ৩৩ টি-২০ খেলার অভিজ্ঞতাপুষ্ট সোহান এই প্রথম নেতৃত্ব দেবেন দেশকে। তবে নেতৃত্ব পেয়ে গর্বিত হওয়ার চেয়েও সামনের চ্যালেঞ্জকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নতুন অধিনায়ক, ‘নেতৃত্ব পাওয়া অবশ্যই গর্বের। সামনে যে চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে চিন্তা-ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। দল হিসেবে সেরাটা দেওয়াই লক্ষ্য।’

জাতীয় দলে অনেক দিন ধরে খেলছেন সোহান। তবে নিয়মিত ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-২০-তিন ফরম্যাটেই ভালো খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে সফল একজন ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে তিনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), জাতীয় ক্রিকেট লিগ ও  বাংলাদেশ ক্রিকেট লিগে।

প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন ৯৩টি, লিস্ট ‘এ’ ১০৭টি এবং টি-২০ খেলেছেন ১৪৮টি। ক্রিকেট ক্যারিয়ারে বহু চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছেন সোহান। এই অভিজ্ঞতায় পাল্টে গেছে নিজের দৃষ্টিভঙ্গী, তেমনই বলেছেন, ‘আমার জীবন নিয়ে কথা বলি, ক্রিকেট এবং সব কিছু নিয়ে প্রত্যাশা, সেটা আমার ভিতরে খুব কম। সব কিছু মিলিয়ে রোমাঞ্চ বা এসব অনেক কিছুই কম। আমার মনে হয়, আমি নিজে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করব এবং প্রক্রিয়া অনুসরণ করব। ফল নিয়ে কিংবা ভবিষ্যৎ বা অতীত নিয়ে খুব বেশি চিন্তা করি না। চাপ থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেক দিন ধরেই করতে পারছি। চাপ মুক্ত থাকা আমার জন্য এটা বড় ব্যাপার হবে না।’ অধিনায়ক হিসেবে নিজের উপলব্ধির কথা বলেন, ‘টি-২০ ক্রিকেটে যারা মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাটিং করে, সেখানে রানের চেয়ে ইমপ্যাক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ১৫-২০ রান দেখতে অনেক ছোট লাগতে পারে, কিন্তু এই রান খেলায় কতটা প্রভাব রাখতে পারবে, সেটাই আমার চিন্তা থাকবে।’

সর্বশেষ খবর