সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

প্রথম দিনটি শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিনটি শ্রীলঙ্কার

রান করেই চলেছেন দিনেশ চান্ডিমাল। হেসেই চলেছে তার ব্যাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরির পরের তিন ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন চান্ডিমাল। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে তার ইনিংসগুলো ৭৬, ৯৪* ও ৮০। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ছিলে ২০৬ রানে। গতকাল সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার ওশাদা ফার্নান্দোর ৫০ ও চান্ডিমালের ৮০ রানে ভর করে স্বাগতিকরা দিন শেষ করেছে ৬ উইকেটে ৩১৫ রান তুলে। চন্ডিমাল ৮০ রান করেন ১৩৭ বলে ৯ চার ও ২ ছক্কায়। ওশাদা ৫০ রান করেন ৭০ বলে ৫ চার ও ৩ ছক্কায়। চান্ডিমাল ও ওশাদার টেস্টটি আবার বিশেষ কিছু সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথিউসের। শততম টেস্ট খেলতে নেমেছেন। দেশটির পক্ষে ম্যাথিউস ষষ্ঠ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন। সবচেয়ে বেশি ১৪৯ টেস্ট খেলেছেন মাহেলা জয়বর্ধনে। কুমার সাঙ্গাকারা ১৩৪, মুত্তিয়া মুরলীধরন ১৩১, চান্ডিমাল ভাস ১১১ ও সনৎ জয়সুরিয়া ১১০ টেস্ট খেলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর