শিরোনাম
সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

গত দুই মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংস এএফসি কাপে অংশ নেয়। দুবারই দুর্ভাগ্যক্রমে পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। এবার নতুন এক ইতিহাস গড়ার অপেক্ষায় কিংস। পেশাদার লিগে পুনরায় চ্যাম্পিয়ন হয়েছে। সেই সুবাদে এএফসি কাপ নয় কিংস খেলবে এশিয়ান ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপের সেরা ক্লাবগুলোকে নিয়ে আয়োজন করা হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এএফসি ক্লাব প্রতিযোগিতার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১২তম। তাতেই মিলেছে এশিয়ার সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের এক প্লে-অফ স্লট। প্লে অফ জিতে সুযোগ থাকবে গ্রুপ পর্ব খেলার। হেরে গেলে বসুন্ধরা জায়গা হবে এএফসি কাপে।

চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব লাইসেন্সের শর্ত পূরণের বিষয়টি থেকেই যাচ্ছে। এরপরই আসবে আনুষ্ঠানিক আমন্ত্রণ। গত চার বছরে বাংলাদেশের র‌্যাঙ্কিং ওপরে তুলতে ২০১৯ সালে এএফসি কাপে জোনাল সেমিফাইনালে খেলা আবাহনীর ভূমিকা রয়েছে। কিংসের অবদান এএফসি কাপে দুই আসরে গ্রুপপর্বে দারুণ পারফরম্যান্স।

সর্বশেষ খবর