মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

এবার অক্ষরের আগুনে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

এবার অক্ষরের আগুনে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ

সাত নম্বরে ব্যাট করতে নেমে হার না মানা ৬৪ রানের সাইক্লোন ইনিংস খেলে ভারতকে সিরিজ উপহার দিলেন অক্সার প্যাটেল। ভারতের হয়ে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। অক্সারের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে ম্লান হয়ে গেল উইন্ডিজ তারকা শাই হোপের শততম ম্যাচে ১১৫ রানের দারুণ ইনিংসটি।

প্রথম ব্যাট করে ৩১১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অক্ষরের ৩৫ বলের ইনিংসে শেষ ওভারে জিতে যায় ভারত। পাঁচটি ছক্কা এবং চারটি বাউন্ডারিতে সাজানো ইনিংস। শেষ ১০ ওভারে ১০০ নিয়েছে ভারত। টানা দুই ম্যাচে শেষ মুহূর্তে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।  প্রথম ম্যাচও তাদের মুঠোয় ছিল। কিন্তু শেষ বলে জয়-পরাজয় নিশ্চিত হয়ে যায়। আর এই ম্যাচে অক্ষরের আগুনে পুড়ল স্বাগতিকরা। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। অক্ষর বলেন, ‘যখন আমি বাইশগজে যাই তখন ওভারপ্রতি রান দরকার ছিল ১০-১১ করে। তখনো আমি বিশ্বাস হারাইনি। কারণ আইপিএলে এমন অবস্থায় অনেকবারই পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি।’ এর আগে শ্রেয়াস আইয়ার ৬৩ এবং সঞ্জু স্যামসন করেছেন ৫৪ রানের ইনিংস। আর শেষটা তো নিজের করে নিয়েছেন অক্ষর। ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, ‘আমরা কিন্তু বেশ কিছু ভুল করেছিলাম। তারপরও জিতেছি। এটা দলগত সমন্বয়ের জন্যই সম্ভব হয়েছে। এমন জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। ’

রুদ্ধশ্বাস এই ম্যাচে হারার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বলেন, ‘আমরা আমাদের নার্ভ ধরে রাখতে পারিনি। তবে অক্ষর দুর্দান্ত খেলেছেন। শেষ ৫ ওভারেই ম্যাচ হাত ছাড়া হয়ে যায়। ওই সময়টা আমরা একদম ভালো করতে পারিনি।’

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। এর আগের সিরিজেই তারা ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে। এবার ভারতের বিরুদ্ধে তারা হোয়াইটওয়াশের আশঙ্কায়।

সর্বশেষ খবর